হিন্দু ধর্মে কেন মৃত মানুষকে আগুনে পোড়ানো হয়
পঞ্চমহাভূত সম্পর্কে আগে জানুন-হিন্দু ও সনাতন ধর্ম অনুসারে এই সমগ্র মহাবিশ্ব পঞ্চমহাভূত দিয়ে তৈরি করা হয়েছ।মহাবিশ্বের সাথে সাথে পৃথিবী আপনি আমি গাছপালা প্রাণীজগৎ উদ্ভিদজগৎ এককথায় সবকিছুই পঞ্চমহাভূত দ্বারা সৃষ্টি হয়েছে।আর এই পঞ্চমহাভুতকেই আমরা ভগবান সৃষ্টিকর্তা হিসেবে মানি এবং ডাকি। আসুন দেখে নেই এই
ভগবান/পঞ্চমহাভুত হলো--
১-ভূমি
২- গগন - আকাশ
৩-বায়ু
৪- আগুন
৫-নীড় - জল
এদের একসাথে মেলালে ভগবান নামটি হয়। এই ৫ টি বস্তুর দ্বারা আমি আপনি সমগ্র বিশ্ব ব্রক্ষ্মান্ড সৃষ্টি হয়েছে। এদের কারণেই বেঁচে আছি৷ কিভাবে দেখুন আমি আপনি এবং বিশ্ব পঞ্চমহাভূত দ্বারা সৃষ্টি হয়েছি বা বেঁচে আছি।
মরা পোড়ানো ছবি |
মাটি/ভূমিঃআপনি যদি গায়ে একটু আছড় দেন দেখবেন মাটি ভেসে ওঠে। আপনার শরীরের চামড়া যা দিয়ে বানানো হয়েছে।
বয়ু/বাতাসঃবায়ু বাতাস অথবা অক্সিজেন ছাড়া বেচে থাকা একেবারেই অসম্ভব।
উত্তাপ/আগুন- শরীরে তাপ না থাকলে আপনি বাঁচতে পারবেন না। এই খান। এতে আপনার হার্টের যেমন ক্ষতি হবে তেমনি আমরা যেমন উত্তপ্ত হতে থাকে।
নির/জলঃআমাদের শরীরে প্রায ৭৫ শতাংশ নির/জল যা না থাকলে বাঁচতে পারব না।
ঠিক একই ভাবে এই পঞ্চমহাভুত দিয়ে সমগ্র পৃথিবী সৃষ্টি করা হয়েছে। এই ৫ টির মধ্যে একটি যদি পৃথিবীতে না থাকে তাহলে সমগ্র পৃথিবীধ্বংস হবে।
আপনাকে উপরে বললাম আমরা সমস্ত মানুষ জীব উদ্ভিদ পৃথিবী পঞ্চমহাভূত দ্বারা সৃষ্টি। তাই মৃত্যুর পরেও আমাদের শরীরকে পঞ্চমহাভূতে বিলীন করে দেওয়া হয়। আপনি যখন মৃত শরীর কে দাহ করতে যাবেন সেই সময ভালো করে পরিলক্ষিত করবেন দেখবেন যে এই ৫ টি উপাদান লাগে দাহ করতে।আগুন/অগ্নি,জল/নির,মৃত্তিকা/ভূমি,বাতাস/বায়ু,গগন/আকাশ এবং গাছের কাঠ যা আগে আমাদের অক্সিজেন বা বাতাস দিতো।এখন দেখেন, আগুন ছাড়া দাহ করতে পারবেন না দাহ শেষে চিতায় জল দিতে হয় ভূমির ওপর দাহ করা হয় তাতে গাছ লাগে। আবার বায়ু ছাড়া আগুনও জ্বলবে না।আকাশে ধোয়া গুলো উঠে যায় অর্থাৎ আমাদের এই শরীর যেমন পঞ্চমহাভূত দ্বারা সৃষ্টি তেমনি মৃত শরীর কে পঞ্চমহাভূতেই বিলীন করা হয়। এতে করে মাটি দূষিত হবে না। কারণ দাহ না করে যদি মাটি চাপা দেন শরীর টি পঁচবে ভেতরে৷ একসময় মাংস পঁচে গিয়ে কংকাল অবস্থায় পাওয়া যাবে। মুলত এইসব কারণেই চিতায় দাহ করা হয়। আপনার পৃথিবীতে জন্ম হওয়ার আগে যেমন আপনার শরীরের কোনো অংশ জন্ম হবে না অর্থাৎ আপনি জন্ম হলে একেবারে পুরো শরীর নিয়েই যেমন ভূমিষ্ট হবে তেমনি আপনি যাওয়ার সময় পুরো শরীর নিয়েই চলে যেতে হবে। আত্মার মৃত্যু নেই ঠিক কিন্তু আপনার শরীরের মৃত্যুর পর শরীর টাও নিয়ে যেতে হবে। তা পৃথিবীতেও রেখে যেতে পারবেন না।মানুষ বিভিন্ন কারণে মৃত্যুবরণ করে। এর মধ্যে রোগে মৃত্যই সর্বাধিক।এই সকল মৃতদেহ পচন ধরলে পরিবেশে বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে পরার সম্ভাবনা থাকে। এজন্যই মৃত দেহ পোড়ানো উচিত। এতে কোনো । জীবাণু পরিবেশে ছড়ায় না।,,,, হরিবোল যদি এইরকম ধর্ম বিষয়ে পোষ্ট চান তাহলে অবশ্যই নিচের ফলো বাটন এর উপর ক্লিক করে ফলো দিয়ে সনাতনী আলাপন পেইজের সাথে থাকুন।MS
এই ওয়েবসাইটটিতে আরো জানতে পারবেন
হিন্দুদের কেনো পোড়ানো হয়,
পোড়ানো,হিন্দুরা কেন মৃতদেহ পুড়িয়ে ফেলে,
লাশ পোড়ানো,
মৃত মানুষকে পোড়ানো কতটা অমানবিক?
মৃতদেহ আগুনে পোড়ানো,
আগুনে পোড়ানো,
স্বপ্নে মৃত মানুষ দেখলে কি হয়,
হিন্দুদের পোড়ানো হয় কি ভাবে দেখুন,
মৃতদেহ কিভাবে পোড়ানো হয় যখন হিন্দুরা মারা যায়,
হিন্দুদের আগুনে পোড়ানো হয় কেনো,
কেন পোড়ানো হয় হিন্দুদের,
দেখুন কী ভাবে মানুষকে পোরানো হয় নতুন ভিডিও,
হিন্দু ধর্মে মৃতদেহ পোড়ানো হয় কেন,
আগুনে মানুষ পোড়ানো,
হিন্দুরা কেন মৃতদেহ পুড়িয়ে দেয়
সুন্দর উপস্থাপন, হরেকৃষ্ণ।।