শ্রীকৃষ্ণের কতজন স্ত্রী ছিলেন ও তাদের নাম পরিচয়
এই ১৬০০০ নারী ছিলেন ঋষিকন্যা। ভূদেবীর বরে তাঁরা কৃষ্ণের মহিষী হয়েছিলেন। এই ১৬০০০ মহিষী কিন্তু কৃষ্ণের গৌণ মহিষী। তাঁদের নাম পর্যন্ত জানায় না কোনও পুরাণই।এই ১৬০০০ নারীর বাইরে কৃষ্ণের প্রধানা ভাগবৎ পুরাণ অনুসারে পত্নীর সংখ্যা ৮।অন্যদিকে আবার বিষ্ণু পুরাণ অনুসারে তাঁদের সংখ্যা ৯। ‘মহাভারত’ ৮জন পত্নীর কথাই বলে।
কৃষ্ণের স্ত্রীর সংখ্যা কত |
শ্রীকৃষ্ণের ১৬০০০ বিবাহ করার কারণ ও ব্যাখ্যা এবং ১৬১০৮ বিবাহের সামাজিক ও আধ্যাত্মিক তাৎপর্য।
১৬০০০/১৬১০৮ (যদিও সংখ্যাটি নিয়ে বিতর্ক রয়ছে তাই দুটোই দিলাম) অপহৃত কন্যা হলেন গোপ কন্যা তারা নরকাসুরের হাতে অপহরন হলেন। মুলত ১৬০০০ অপহৃত কন্যা হলেন গোপ কন্যা তারা অষ্টাবক্র মুনি কর্তৃক অভিশপ্ত হলে নরকাসুরের হাতে অপহরন হলেন।....নিশ্চয় আমাদের মনে প্রশ্ন জাগে ষোল হাজার নারীকে শ্রীকৃষ্ণ একসাথে কেন বিবাহ করলেন? কোন ব্যক্তির পক্ষে কি তা সম্ভব?যেহেতু তারা নরকাসুর কর্তৃক অপহৃত হয়েছিলেন তাই তাদের চরিত্র নিয়ে প্রশ্ন উঠতে পারে সেই প্রেক্ষিতেই তাদের তাদের এই চারিত্রিক বঞ্চনা থেকে মুক্তি পাবার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ তাদের বিবাহ করেন এবং তাদের নিজের রাজ্যে কিরণ করেন। আপতত: দৃষ্টিতে মনে হয় যেন তা সম্ভব নয়। কার জন্য সম্ভব নয়, নিশ্চয় কোন মানবের পক্ষে সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণের পক্ষে সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ। তিনি পরম পুরুষ, পরম ধাম। তিনিই সৃষ্টি, তিনিই স্থিতি, তিনিই প্রলয়। সত্ত্ব, তম: ও রজ: তার থেকে সৃষ্টি কিন্তু তিনি এ সৃষ্টির অন্তর্গত নন। জড় ও চেতন শক্তি তার থেকে উৎপন্ন। তিনিই একমাত্র জ্ঞাতব্য। তিনিই সমস্ত জীবের ধারক। তিনি সমস্ত জীব সর্ম্পকে জানেন, কিন্তু আমার তাকে কেও জানিনা। তিনি পরমাত্মা রূপে সকল প্রাণিতে বিরাজ করেন। তিনি বিভূচৈতন্য। তিনি অনাদি, তিনি অব্যয়, তিনি জগন্নিবাস, তিনি ভূতভাবন, তিনি ভূতেশ। তিনিই অনাদি রাধির গোবিন্দ, তিনিই সর্বকারণের কারণ, তিনিই সচ্চিদানন্দময়। তিনিই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তিনিই যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এ কথা অসিত, দেবল, আদি মুনি ঋষিরা পুরাণ, উপনিষৎ ইত্যাদি গ্রন্থে স্বীকার করেছেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণ বলেই তার পক্ষেই সম্ভব। কোন মানুষের পক্ষে ষোল হাজার নারীকে বিবাহ করা সম্ভব নয়। ষোল হাজার নারী নরকের দ্ধারা হরণ হয়ে তার প্রাসাদে অন্তরীন ছিল। তাদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক। তখনকার সমাজ ব্যবস্থায় হয়তো এ সকল নারীকে কেহ বিবাহ করতে রাজী নাও হতে পারত। সমাজে তাদেরকে প্রতিষ্ঠা দেয়ার জন্য তিনি তাদেরকে বিবাহ করেন। লোক-লজ্জার ভয় হতে তাদেরকে উদ্ধার করেন। এতে শ্রীকৃষ্ণের মহানুভবতার প্রকৃষ্ট পরিচয় পাওয়া যায়। আসলে প্রাকৃত স্তরে অবস্থান করে অপ্রাকৃত স্তরের বিষয় চিন্তা করা খুবই দূরুহ বিষয়। হরেকৃষ্ণ🙏#সনাতনী আলাপন সংগ্রহ সীমা সেন।
#ট্যাগ;শ্রীকৃষ্ণের কতজন স্ত্রী,শ্রীকৃষ্ণের স্ত্রী কতজন,শ্রীকৃষ্ণের কতজন স্ত্রী এবং সন্তান ছিল,শ্রীকৃষ্ণের স্ত্রী,শ্রীকৃষ্ণ,শ্রীকৃষ্ণের স্ত্রীর সংখ্যা কত,ভগবান শ্রীকৃষ্ণ,শ্রীকৃষ্ণের কতজন স্ত্রী? how many wives of shri krishna,শ্রীকৃষ্ণ ও সত্যভামার বিবাহ,শ্রীকৃষ্ণ কতগুলি বিবাহ করেছিলেন,ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ,শ্রীকৃষ্ণের কয়জন পুত্র,শ্রীকৃষ্ণ ১৬১০৮ টি বিবাহ করেছিলেন কেন,শ্রী কৃষ্ণের কতজন সন্তান?,শ্রীকৃষ্ণের স্ত্রীদের নাম,ভগবান শ্রী কৃষ্ণের কতজন সন্তান?
সঠিক
ব্যাখ্যাসহ তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ
ব্যাখ্যাটি ভালো লেগেছে
যথাযথ উত্তর পেলাম।
নরকাসুর যুদ্ধ হয় কবে?