হিন্দু ধর্মে কতটি নরক রয়েছে ও কি কি

সনাতন তথা হিন্দু ধর্মের সবচেয়ে সুপ্রাচীন গ্রন্থ ঋগবেদ অনুযায়ী নরক হল চির অন্ধকারময় তলবিহীন এমন এক স্থান যেখানে সর্বদা মন্দ  রাজত্ব করে। অন্যদিকে অথর্ববেদ অন্ধকারাচ্ছন্ন এক অধিরাজ্যের  বর্ণনা দেয় যেখানে হত্যাকারীদের তাঁদের মৃত্যুর পর আবদ্ধ করে রাখা হয়।পূরাণ গুলির মধ্যে অগ্নি পূরাণ মাত্র ৪ টি নরকের উল্লেখ  করে। 

এ প্রসঙ্গে বলে রাখা ভাল এখানে নরকের ধারণা এক  হলেও নরকের রূপ ভিন্ন ভিন্ন; অপরাধের প্রকার অনুযায়ী শাস্তি এবং শাস্তির প্রকার  অনুযায়ী নরকেরও পৃথক পৃথক নামাঙ্কন ও বর্ণনা করা হয়েছে। মনুস্মৃতি ২১ প্রকার নরকের উল্লেখ করে।তবে ভাগবত্ পূরাণ, দেবী  ভাগবত্ পূরাণ, বিষ্ণু পূরাণ এবং গরুড় পূরাণ এরা প্রত্যেকেই ২৮  ধরনের ভয়ঙ্কর নরকের কথা বলে। তাই এই ২৮ নরককেই মূল নরক হিসেবে গণ্য করা হয়। এই মূখ্য নরক গুলি ছাড়াও  সহস্রাধিক অন্যান্য  নরকের কথা স্বীকার করা হয়েছে বিভিন্ন সময়ে।

২৮ টি নরককুন্ডের বর্ণনা, যা শ্রীমদ্ভাগবতে (৫/২৬/৫-৩৬) বর্ণিত হয়েছে🖐
হিন্দুধর্মের নরকের ছবি
হিন্দুধর্মের নরকের ছবি

💀তামিস্র নরক👿পৃথিবীতে যে ব্যক্তি পরধন, পরস্ত্রী-পুত্র অপহরণ করে তাকেএই কুন্ডে শাস্তি ভোগ করার জন্য আনা হয়। পাপী প্রহার খেয়ে খেয়ে প্রায় মুর্ছিত হয়ে পড়ে।


💀অন্ধ তামিস্র নরক👿 এই কুন্ডে যমদূতেরা এমনভাবে প্রহার দিতে থাকে যে তার বুদ্ধি ও দৃষ্টি নষ্ট হয়ে যায় কারন যে পরস্ত্রী উপভোগ করেছিল।

💀রৌরব নরক👿প্রাণী হত্যাকারীরা এই শাস্তি বিভাগে পতিত হয়। এখানে হিংসিত জীবেরা অর্থাৎ পাপী যাদেরকে হত্যা করেছিল তারাই রুরু নামে এক ভয়ংকর জন্তু রূপে জন্ম নিয়ে পাপীকে পীড়া দিতে থাকে।

💀মহা রৌরব নরক👿 ক্রোব্যাদ নামক রুরু তাকে অশেষ যাতনা দিয়ে তার মাংস খেতে থাকে কারন যে ব্যক্তি অন্যকে কষ্ট দিয়ে জীবনযাপন করেছিল।

💀কুম্ভীপাক নরক👿 তাকে এখানে ফুটন্ত তেলের মধ্যে যমদূতেরা পাক করে থাকে কারন যে ব্যক্তি পশু পাখী রান্না করেছিল।

💀কালসূত্র নরক👿ব্রহ্ম-ঘাতক পাপী এখানে পতিত হয়। বিস্তীর্ণ উওপ্ত তামার মেঝেতে প্রচন্ড সূর্যতাপের মধ্যে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পাপী অবস্থান করে।

💀অসিপএ বন নরক👿যারা নাস্তিক পাষন্ডী তারা এই বনের মধ্যে প্রবেশ করে। যমদূতেরা পাপীকে বেত্রাঘাত দিয়ে পীড়ন করে। পাপী বনের মধ্যে দৌড়াতে থাকে। তীক্ষ্ণদার পাতাগুলিতে তার সর্বাঙ্গ কেটে কেটে যায়।

💀সূকর মুখ নরক👿কোন ক্ষমতাসীন ব্যক্তি অদন্ডণীয় বা নির্দোষ ব্যক্তিকে দন্ড দিলে তাকে এখানে আসতে হয়। যমদূতেরা বিশাল এক যাঁতাকলে তার হাড়গোড় পিষাতে থাকে।

💀অন্ধকূপ নরক👿যে ব্যক্তি কীট পতঙ্গকে হত্যা করে তাকে এই অন্ধকূপে আসতে হয়। কুঁয়োর মধ্যে তাকে অসংখ্য কীট দংশন করতে থাকে। জ্বালায় অস্থির হয়ে পাপী ছটফট করতে থাকে।

💀কৃমিভোজন নরক👿যে ব্যক্তি অতিথি, বালক, বৃদ্ধদের না ভোজন করিয়ে নিজে ভোজন করে তাকে এই কুন্ডে কৃমি হয়ে অন্য কৃমিকে খেতে হয় এবং অন্যকৃমিরা তাকে খেতে থাকে।

💀সন্দংশ নরক👿বলপ্রয়োগ করে সৎ ব্যক্তির ধন যে হরণ করে তাকে এখানে আসতে হয়। যমদূতেরা উত্তপ্ত কাঁচি ও সাড়াশি দিয়ে তার পেটের নাড়িবের করে।

💀তপ্ত শূর্মী নরক👿, তাকে যমদূতেরা এখানে জ্বলন্ত লৌহময় মূর্তিকে আলিঙ্গন করতে বাধ্য করায় কারন যে পুরুষ বা নারী অগম্য গমন করেছিলো।

💀বজ্রকণ্টক শাল্মলী নরক👿তাকে এখানে ভয়ঙ্কর কাঁটাময় শিমুল গাছে চড়িয়ে টানা হেঁচড়া করা হয়কারন যে ব্যক্তি কামান্ধ হয়ে পশুগমন করেছিলো।

💀বৈতরণী নরক👿তাকে এই পুঁজ-রক্ত-বমি-নখ পূর্ণ নদীতে হাবুডুবু খেতে হয় কারন দায়িত্বশীল পরিবারে জন্ম নিয়েও যে ব্যক্তি ধর্মনীতি অবজ্ঞা করেছিলেন ।

💀পূয়োদ নরক👿তাকে এই নোংরা সমুদ্রে কফ-থুতু-পুঁজ-মূএ খেতে হয় কারন যে ব্যক্তি নিয়মবিহীন ভাবে যৌন জীবন যাপন করেছিলেন।

💀প্রাণরোধ নরক👿উচ্চবর্ণের মানুষেরা পশুপাখি পালন ও হত্যা করলে এই কুন্ডেবাণবিদ্ধ অবস্থায় তাদেরকে নোংরা খেতে হয়।

💀বিশসন নরক👿যে ব্যক্তি দম্ভ করে যজ্ঞে পশু বলি দেয়, তাকে এই নরকে যন্ত্রণা দিয়ে দিয়ে বলি দেওয়া হয়।

💀লালাভক্ষ নরক👿তাকে এই শুক্র নদীতে ডুবিয়ে জোর করে শুক্র পান করানো হয় কারন যে বদ স্বভাব ব্যক্তি পত্মীকে বশে আনতে শুক্র পান করায়।

💀সারমেয়াদন নরক👿যে ব্যক্তি পরগৃহে অগ্নি দান করে, করের নামে লুণ্ঠন করে, বিষ দান করে, তাকে এই নরকে আসতে হয়। এখানে ৭২০ টি বজ্রদংষ্ট্রা কুকুর সেই পাপীকে জ্যান্ত ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে।

💀অবীচি নরক👿যে ব্যক্তি ক্রয়-বিক্রয়ে সাক্ষ্য দানে মিথ্যা কথা বলে তাকে এখানে এনে সুুউচ্চ পর্বত থেকে ছুঁড়ে ফেলা হয় এবং নিচে পাথরের মধ্যে পড়ে পাপীর শরীর চূর্ণ-বিচূর্ণ হয়।

💀অয়ঃপান নরক👿তাকে এখানে যমদূতেরা পা দিয়ে তার বুক চেপে ধরে তপ্ত তরল লোহা পান করায় কারন উচ্চবর্ণের ব্যক্তি যদি সুরাপান করেছিলো।

💀ক্ষারকর্দম নরক👿 তাকে এখানে নির্যাতিত হয়ে ক্ষার ও কর্দমের মধ্যে হাবুডুবু খেতে হয় কারন যে ব্যক্তি আমি উন্নত এরূপ আত্মগরিমা করে এবং অন্যে অসম্মান করেছিলো।

💀রক্ষোভোজন নরক👿তাকে এই নরকে পতিত হতে হয়। এখানে হিংসিত অর্থাৎ যাকে বলি দেওয়া হয়েছিল সে রাক্ষস হয়ে মহানন্দে পাপীর মাংস খেতে থাকে কারন যে ব্যক্তি কালীর কাছে নরবলি বা পশুবলি দিয়ে মাংস খােয়েছিলো।

💀শূলপ্রোত নরক👿যে ব্যক্তি পশুপাখিকে আশ্রয় দেয়, যত্ন করে, আবার পশুপাখিকেবিদ্ধ করে খেলা করে এবং যন্ত্রণা দিয়ে মারে তাকে এখানে আসতে হয়। এই নরকে ক্ষুধা-তৃষ্ণায় পীড়িত সেই পাপীকে বক-শকুনেরা ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে।

💀অবট নিরোধন নরক👿তাকে এখানে বিষাক্ত ধোঁয়া ও আগুনে শ্বাসরুদ্ধ হয়ে ছটফট করতে হয় কারন যে ব্যক্তি কাউকে কূপে, গোলায়, গুহায় বদ্ধ রেখে কষ্ট দেয় ইত্যাদি করেছিলেন।

💀দন্দশূক নরক👿যে ব্যক্তি সাপের মতো ক্রোধ দেখিয়ে কোন প্রাণীকে যন্ত্রণাদেয় তাকে এখানে পঞ্চমুখ-সপ্তমুখসাপেরা যাতনা দিয়ে গ্রাস করতে থাকে।

💀পর্যাবর্তন নরক👿এই নরকে শকুন-বক-চঞ্চু দিয়ে তার চোখ উৎপাটন করতে থাকে কারন যে ব্যক্তি অতিথিকে দেখলেই ক্রুদ্ধ হয়েছিলেন।

💀সূচীমুখ নরক👿বিশ্বস্ত ব্যাক্তিকে কেউ যদি চোর মনে করে সন্দেহ করে তবে তাকে এই নরকে পতিত হতে হয়। এখানে যমদুতেরা কাঁথা সেলাইয়েরমত লোহার সূচ দিয়ে তার শরীর বয়ন করে।

#tag;নরক কি,সত্যিই কি স্বর্গ ও নরক বলে কিছু আছে?,হিন্দু ধর্মে কোন পাপের কি শাস্তি,স্বর্গ ও নরক কি,হিন্দুদের মৃত্যুর পর কি হয়,নরক,কোন পাপের কি শাস্তি,নরক হিন্দুশাস্ত্র,হিন্দুদের মৃত্যুর পর কি হয় ?? সঠিক সত্য জানেন কি হিন্দুরা ??,নরক,নরক কি,স্বর্গ ও নরক,নরকের শাস্তি,নরকের দরজা,নরক যন্ত্রণা,হিন্দু ধর্মে স্বর্গ ও নরক,হিন্দুধর্মে নরকের ধারণা ও শাস্তি,হিন্দু ধর্মে নরক,নরকের বর্ণনা,নরকের ছবি,হিন্দু ধর্মে সর্গ ও নরক,নরক অর্থ,নরকের নাম,নরকের বর্ননা,স্বর্গ নরক,নরক যন্ত্রনা,বিভিন্ন নরকের নাম,নরক বাস,বিভিন্ন প্রকার নরকের নাম,স্বর্গ কয়টি নরক,৮১টি নরক,২৮ টি নরক,১২টি নরক,নরক দর্শন,নরক বর্ণনা,নরক যন্ত্রা,নরক ও স্বর্গ 

Next Post Previous Post
1 Comments
  • নামহীন
    নামহীন ২৩ এপ্রিল, ২০২২ এ ৯:৪৫ PM

    Darun laglo��

Add Comment
comment url