ভক্তের মধ্যে ভগবান—তাৎপর্য কি?
ভগবানঃভগবান - ভগ; মানে ঐশ্বর্য্য এবং বান; মানে অধিকারী , যার আছে । ঠিক যেভাবে যার সুন্দর রূপ আছে আমরা তাকে বলি রূপবান, যার ধন আছে ধনবান , ঠিক সেভাবেই যিনি ভগ অর্থাৎ ঐশ্বর্যের অধিকারী তাকে বলে ভগবান ।ঐশ্বর্য্যস্য সমগ্রস্য বীর্যস্য যশসঃ শ্রিয়ঃ।জ্ঞানবৈরাগ্যয়োশ্চৈব ষন্নত্ ভগ ইতিঙ্গনা॥ অর্থাৎ পূর্ণ ঐশ্বর্য, পূর্ণ বীর্য, পূর্ণ যশ, পূর্ণ শ্রী, পূর্ণ জ্ঞান ও পূর্ণ বৈরাগ্য - এই ছয় প্রকার গুন যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান তিনিই একমাত্র ভগবান। একমাত্র শ্রীকৃষ্ণের/বিষ্ণুর মধ্যেই এই সকল গুণ পূর্ণরূপে বিদ্যমান, তিনিই একমাত্র ভগবান।
ভক্তঃযিনি ঈশ্বরোপাসনা করেন ভক্তির দ্বারা সাধারণত তাকেই ভক্ত বলা হয়। শ্রীমদ্ভগবতগীতায় ভগবান শ্রীকৃষ্ণের মুখ হইতে নিঃসৃত বাণী অনুযায়ী ভক্ত চার প্রকার। যথা:- আর্ত ভক্ত, অর্থাথী ভক্ত, জিজ্ঞাসু ভক্ত এবং জ্ঞানী ভক্ত। ★ আর্ত ভক্ত : যে বা যিনি বিপদে পরে ঈশ্বরকে স্মরণ করেন তাকে আর্ত ভক্ত বলে। যেমন দ্রৌপদী! ★ অর্থাথী ভক্ত : যিনি কোন ইচ্ছা বা প্রার্থনা পূরণের জন্য ভগবানকে স্মরণ করেন তাকে অর্থাথী ভক্ত বলে। যেমন অম্বা! ★ জিজ্ঞাসু ভক্ত : যিনি জ্ঞানের দ্বারা ভগবানকে জানতে বা বুঝতে পারেন তাকে জিজ্ঞাসু ভক্ত বলে। যেমন অর্জ্জুন! ★ জ্ঞানী ভক্ত : যিনি কোন কিছুর আশা না করে শুধু ভগবানকে ভক্তি বা তাঁরই ভজনা করেন তাকে জ্ঞানী ভক্ত বলে। যেমন প্রহ্লাদ! তাই ভগবানের কাছে জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ। হ্যাঁ দুঃখ কষ্টের সময় ভগবানকে ডাকলে সাড়া দেন ঠিকই। তবে তা স্বার্থের ভালবাসা হয়ে গেল। প্রকৃত ভক্ত সেই, যে বিপদে-আপদে, সুখে-দুঃখে প্রতিটি মুহূর্তে ভগবানের নাম স্মরণ করেন।
ভক্তের মধ্যে ভগবান |
ভক্তের মধ্যে ভগবান কথার ব্যাখ্যা
এই ওয়েবসাইটটিতে আরো জানতে পারবেন
ভক্ত ভগবানের মিলন,ভক্তের ভগবান,তিন প্রকার ভক্তের মধ্যে ভগবানের সবথেকে প্রিয় ভক্ত কে,ভগবান কেন ভক্তের জন্য কাদে,মন্দিরের ভগবান ও বাড়ির ভগবানের মধ্যে পার্থক্য কি,ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ,ভক্ত ও ভগবানের মধ্যে সুন্দর ব্যাখ্যা,ভক্তের লাঠির ভয়ে ভগবান কি করলেন,মধ্যম ভক্তের গুনাবলি,ভগবানের ভক্তদের ভগবান কি না খাইয়ে রাখেন,ভগবান কি ভক্তের সেবা গ্ৰহন করেন।,ভক্তের বোঝা ভগবান সর্বদা বহন করে