মৃত্যু সংবাদ শুনলে হিন্দু ধর্মে যে মন্ত্র বলতে হয়

পৃথিবীর সৃষ্টির পর থেকে হিন্দু ধর্ম থেকে বিভিন্ন ধর্মে রূপান্তরিত হয়েছে ফলে প্রধান যে ৫টি ধর্ম  রয়েছে। সকল ধর্মের ব্যক্তি মারা গেলে তাদের স্ব-স্ব মন্ত্র বা সূরা পাঠ করে থাকেন।তেমনি সুপ্রাচীন  হিন্দু ধর্মের মানুষ মারা গেলে হিন্দু বা সনাতনী ধর্মালম্বীরা একটি মন্ত্র পাঠ করে থাকেন। মন্ত্রটি অন্যান্য ধর্ম গ্রন্থের থেকে সবচেয়ে আধুনিক,সুপ্রাচীন, যুক্তিসঙ্গত হিসেবে আখ্যায়িত করা হয় নিম্নে তা বর্ণনা করা হলো ঃ


হিন্দু ধর্মাবলম্বী কারো (পুরুষ,নারী, শিশু)  মৃত্যু সংবাদ শোনামাত্রই মনে মনে উৎসর্গ করতে হবে  =ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু=

☞যার বাংলা অর্থ হলো- তিনি দিব্যলোকে গমন করুক। নারী-পুরুষ সবার ক্ষেত্রেই একই মন্ত্র জপ করতে হয়। 


কেন মন্ত্রটি নারী-পুরুষ সবার ক্ষেত্রে ব্যবহার করা হয় তার ব্যাখ্যা নিম্নে প্রদান করা হলো-

☞বাংলা(সে, সেই,তিনি,তাহা)

☞সংস্কৃত (স সঃ সা)

স হল উভয়লিঙ্গ 

সঃ হল পুংলিঙ্গ 

সা হল স্ত্রীলিঙ্গ 

উপরোক্ত ব্যাখ্যা থেকে আমরা এটুকু জ্ঞান অর্জন করলেন যে নারী-পুরুষ-শিশু ভেদাভেদ না করে সকল মৃতের  উদ্দেশ্যেই  বলতে হবে =ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু=

হিন্দু ধর্মের মৃত্যু মন্ত্র
 হিন্দু ধর্মের মৃত্যু মন্ত্র


কলিযুগে আমরা বিভিন্ন মিডিয়া যেমন ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ যদি মাধ্যমে বেশিরভাগ মানুষ এই সংস্কৃত ভুল মন্ত্র উচ্চারণ করি।=ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতু=

বানান ভালোভাবে লক্ষ্য করুন।এই স্ব অর্থ  নিজ অর্থাৎ এর অর্থ হয় আমি দিব্যলোকে গমন করি।তাই আপনারাই বিচার করুন সংস্কৃত ভুল হলে কি হতে পারে। 

 

☞হিন্দু ধর্মের যেহেতু প্রধান ধর্মগ্রন্থ বেদ। তাই আমরা বেদের মন্ত্র টি এখন জানব।

বেদে মৃত্যুমন্ত্র=ওঁ কৃত্বা তু দুষ্কৃতং কর্মং জানতা বাপ্য জানতা ।

মৃত্যুকাল বশং প্রাপ্য নরং পঞ্চত্বমাগতম্

ধর্মাধর্ম সমাযুক্তং লোভ মোহ সমাবৃতম্

দহেয়ং সর্বগাত্রানি দিব্যান্ লোকান্ স গচ্ছতু=


বাংলা অনুবাদঃ তিনি জেনে বা না জেনে অনেক দুষ্কর্ম করে থাকতে পারেন। কালবশে মানুষ মৃত্যুবরণ করে থাকে। এ দেহ ধর্ম, অধর্ম, লোভ, মোহ প্রভিতি দ্বারা আচ্ছাদিত ছিল। হে অগ্নিদেব, আপনি তার সকল দেহ দগ্ধ করে দিব্যলোকে নিয়ে যান। ( ক্রিয়াকাণ্ড বারিধি)


উপরোক্ত আলোচনা থেকে নিজে জানব অপরকে জানাবো। আশা করি সংস্কৃত শুদ্ধ উচ্চারণ করব ।

ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

#ট্যাগঃ মৃত্যু মন্ত্র,মৃত্যুর মন্ত্র,বেদে মৃত্যুর মন্ত্র,মৃত্যু সংবাদের মন্ত্র,হিন্দু ধর্মের মৃত্যু মন্ত্র,হিন্দুদের মৃত্যুর মন্ত্র,মৃত্যুর সংবাদ শোনার পর যে মন্ত্র,মৃত্যু সংবাদ শুনলে যে মন্ত্র বলতে হবে,মানুসের মৃত্যুর পরে উচ্চারিত মন্ত্র,সৎকারের মন্ত্র

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
"/>
"/>
"/>
"/>