ধর্ম জ্ঞানের অভাবে ধর্মান্তরের জেড়ে প্রাণ গেলো আর এক উদয়মান হিন্দু তরুনীর

ঝড়েপরা হিন্দু তরুনী/thehindu9.blogspot.com
এই ধরনের খবর সনাতনী মানুষের জন্য অতীব জরুরী। ধর্ম জ্ঞানের অভাবে এভাবে আর কত তরুন তরুণীর জীবন অকালে  ঝড়ে পরবে।ধর্মান্তরের জেড়ে প্রাণ গেলো আর এক উদয়মান হিন্দু তরুনীর। কক্সবাজারের কুয়াকাটার আবাসিক হোটেল থেকে গত মঙ্গলবার  এক হিন্দু মেয়ের
মরদেহ উদ্ধার করা হয়েছে। মেয়েটির নাম ইশিতা কর (১৬)। ইশিতা বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের নিপুল করের কন্যা। সে কালকিনির ডাসার সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।যশোর জেলার অন্তর্গত কেশবপুর উপজেলা সদরের রাজ্জাক সরদার (৩৩) কলেজ ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে কুয়াকাটার হলিডে ইন নামের একটি আবাসিক হোটেলে নিয়ে   শ্রিলতাহানি  করার পর হত্যা করে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, ওই তরুণের মোবাইল ফোনের কললিষ্টের সুত্র ধরে গৌরনদী ও মহিপুর থানার ২জন এসআই সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সকালে গৌরনদী থানার চাঁদশী গ্রামে তদন্তে যান। সেখান গিয়ে জানতে পারেন ইশিতা করের বাড়ি আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে।সে ওই গ্রামের নিপুল করের কন্যা ও কালকিনির ডাসার সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের একাদশ শ্রেণীর কলেজ ছাত্রী। গত ২৯ ফেব্রুয়ারি সকালে কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হন। এরপর তারা ওই গ্রাম থেকে নিপুল করের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে তাকে ফোন দিয়ে গৌরনদী থানায় আসতে বলেন। নিপুলসহ স্বজনরা বুধবার দুপুরে গৌরনদী থানায় আসলে তাদেরকে উদ্ধারকৃত তরুণীর লাশের ছবি দেখানো হয়। ছবি দেখে স্বজনরা ইশিতার লাশের শনাক্ত করেন।মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, প্রাথমিক অবস্থায় পুলিশ বাদি হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালি মর্গে প্রেরন করেছে। তরুনীর অভিভাবকরা গৌরনদী থেকে মহিপুরে পৌছার পরে অভিভাবককদের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি কুয়াকাটার হলিডে ইন নামের একটি আবাসিক হোটেলের ২০৮ নম্বর কক্ষে স্বামী ও স্ত্রী পরিচয়ে ওই তরুণী ও এক তরুণ উঠেন। এ সময় হোটেল রেজিস্টারে তরুণ ওই যুবক ভুয়া ঠিকানা ব্যবহার করেন।

এরখম দুর্ঘটনা এড়িয়ে চলতে আপনারা আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা প্রদান করুন।
                     হরে কৃষ্ণ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
"/>
"/>
"/>
"/>