কোন দেবতার কোন ফুল পছন্দ করে

হিন্দু ধর্মে পূজা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি ফুল দিয়ে দেবতার পূজা করেন এবং আলোক দেন তাহলে ভগবান শীঘ্রই আমাদের আশীর্বাদ করবেন। এটা বিশ্বাস করা হয় যে, ফুল দিয়ে  পূজার জন্য ভগবান শীঘ্রই আমাদের প্রতি খুশি হন ও সুফল বয়ে আনে । সুগন্ধি শক্তি সবসময় ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে তাই আমরা পূজার সময ফুল ব্যবহার করে থাকা এবং করা উচিৎ। এই প্রবন্ধে আমরা পুজোয় ফুলের ব্যবহার ও কোন দেবতার কোন ফুল পছন্দ এবং ঈশ্বরের পুজোর ফুলের গন্ধ নেওয়া আমাদের উচিত নয়।


কেন আমরা ঈশ্বরের পূজায় ফুল ব্যবহার করি?

এটা বিশ্বাস করা হয় যে ফুলগুলি ঐশ্বরিক ক্ষমতাকে আকর্ষণ করে। ফুল ব্যবহার করলে জায়গাটিকে সুন্দর দেখায় এবং জায়গাটির সুন্দর গন্ধ থাকে। এটি মানুষের একাগ্রতা বাড়াতে সাহায্য করবে। পূজা করার সময় মনকে একাগ্র করতে হবে, মনকে শান্ত রাখতে হবে।যদি ফুলটি ব্যবহার করা হয় তবে এটি তার গন্ধ চারদিকে ছড়িয়ে দেবে, যা সত্যিই আশ্চর্যজনক। কোন ধরনের ফুল ভালো?ভগবানের জন্য ব্যবহৃত ফুল অবশ্যই পরিষ্কার ও সঠিক হতে হবে। কোনো ক্ষতি না হওয়া উচিত এবং ফুলের সুগন্ধি হওয়া উচিত। কিছু ফুল দেখতে এত সুন্দর ও গন্ধযুক্ত হয় না যে ধরনের ফুল আমাদের ঈশ্বরের জন্য রাখা উচিত নয়।

কোন দেবতার কোন ফুল পছন্দ ও পুজোয় ফুলের ব্যবহার
কোন দেবতার কোন ফুল পছন্দ ও পুজোয় ফুলের ব্যবহার 


কোন ফুলে কোন দেবতা তুষ্টঃ

যেহেতু পুজোর জন্য ফুল খুবই গুরুত্বপূর্ণ উপাদান। ঠাকুরের আসনের ভগবানকে ফুল দিয়ে সুন্দর করে সাজাতে সকলে খুব ভালোবাসেন। অনেকে আবার বিশেষ বিশেষ দিনে ঠাকুরঘর ও গোটা বাড়িটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলে। প্রিয় দেব দেবীর চরণে ফুল অর্পণ করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত। যেমন ধরুন- কোন দেবতা কোন ফুলে তুষ্ট হন, কোন দেবতার পুজোয় কোন ধরণের ফুল ব্যবহার করতে হয়।  দেখেন নিন —

১.গনেশের প্রিয় ফুল হলো জবা। তবে আপনি গণেশ দেবতার পুজো করতে পারেন দূর্বা ঘাস এবং যে কোন ফুল দিয়ে । 

২.কৃষ্ণ পূজায় কুমুদ, করবী, চণক, মালতী, পলাশ ও বনমালা ফুল দিতে পারেন।কারণ এগুলো তার প্রিয় ফুল। 

৩. মা দুর্গার পুজোর জন্য পদ্ম, চাঁপা ফুল ও পলাশ ফুল দিয়ে পুজো করলে মা সন্তুষ্ট হন।  

৪. মা কালীর পুজোর ক্ষেত্রে রক্ত জবা ফুল ব্যবহার করতে হয়। যেটা মায়ের প্রিয় ফুল।  

৫. পদ্ম, লাল গোলাপ এবং হলুদ খুবই প্রিয় মা লক্ষ্মীর। তাই মা লক্ষ্মীর পুজোয় এই ধরনের ফুল ব্যবহার করুন।     

৬. বজরঙ্গবলীর পুজোতে লাল জবা বা গাঁদা ফুল ব্যবহার করতে পারেন ।    

 ৭. তুলসী, পদ্ম, মালসিরি, জুঁই, কদম, মালতী, বাসন্তী, চম্পা ফুল দিয়ে পুজো করুন ভগবান শ্রী নারায়ণকে।  

৮. করবী, মালতী, পলাশ এবং গাঁদা ও তুলসী পাতা দিয়ে পুজো করুন গোপাল ঠাকুরকে।  আরও পড়ুন :- মহাদেবের কৃপাদৃষ্টি পেতে বাড়িতে পালন করুন এই নিয়ম গুলি  

৯. সরস্বতী পুজোতে সাদা বা হলুদ রঙের ফুল ব্যবহার করুন বিশেষ করে সরস্বতী পূজায় পলাশফুল থাকা আবশ্যক কারণ এটি কার প্রিয় ফুল ।  এই সকল টিপস মেনে চলুন আর ভালো থাকুন।

১০.লক্ষ্মী পূজায় অবশ্যই হলুদ রঙের ফুল ব্যবহার করতে হবে কারণ মা লক্ষ্মীর প্রিয় রং হলুদ।


👉👉বিদ্রঃ

কেন আমাদের গন্ধ পাওয়া উচিত নয়?

ফুলের রয়েছে দেবতা ও দেবত্বকে আকর্ষণ করার ক্ষমতা। মানুষ যখন ফুলের গন্ধ নেয় তখন ফুলের গন্ধ মানুষের শরীরে প্রবেশ করে এবং তা ফুলের শক্তিকে কমিয়ে দেয়। ফুলের গন্ধ পেলে স্বাভাবিকভাবেই এর সারবত্তা শীঘ্রই কমে যায়।ভগবানকে এই ধরনের ফুল নিবেদন করা আমাদের সংস্কৃতি নয়। এতে ইতিবাচক শক্তি এবং মূর্তির প্রক্ষেপণ লুকিয়ে থাকতে পারে। তাই ভাল ফুল রাখাই উত্তম এবং ঈশ্বরের উদ্দেশ্যে রাখার আগে আমাদের গন্ধও পাওয়া উচিত নয়।


#tag

 কোন দেবতা কোন ফুলে তুষ্ট,কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হন?,কি কি ফুল পূজায় লাগে না,কোন দেবতা কোন ফুলে তুষ্ট?,যে ফুল পূজায় লাগেনা,কোন দেবতার কোন ফুল পছন্দ,কোন দেবতাকে কোন ফুল দিয়ে পূজো করলে তিনি সন্তুষ্ট হন,কোন কোন ফুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবো


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url