গোলাপ ফুলে দেবতার পূজা করা হয় না কেন?

যে সকল ফুল দেব দেবীদের অর্পণ করা যায় না তাদের মধ্যে অন্যতম হলো গোলাপ।ফুল হিন্দু উপাসনার একটি গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অঙ্গ গঠন করে। ফুল ঘরে ঘরে বা মন্দিরে নির্বিশেষে সমস্ত হিন্দু পূজায় ব্যবহৃত হয়। ফুল Godশ্বরের সাথে যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করে। তদুপরি, ফুলের সুবাস ভক্তি উত্সাহ দেয় এবং পূজার মেজাজ সেট করে। দেবদেবীদের কাছে যখন ফুল অর্পণ করা হয়, এমন একটি ব্যবস্থা রয়েছে যা বায়ুমণ্ডলে releaseশিক শক্তি মুক্ত করতে কাজ করে। ফুলগুলি স্থানের অন্তর্নিহিত divineশ্বরিক বা ধনাত্মক উপাদানগুলিকে আকর্ষণ করে এবং তাদের পাপড়ি দিয়ে তাদের নির্গত করে, যার ফলে divineশিক এবং ইতিবাচক কম্পনগুলির সাথে বায়ুমণ্ডল চার্জ হয়।নিম্নে গোলাপ ফুল কেন পূজার ব্যবহার হয় না তার ব্যাখ্যা দেওয়া হল। 

গোলাপ ফুলে দেবতার পূজা করা হয় না কেন?


ব্যাখ্যা-দেখুন শাস্ত্র মতে কোন দিন কি খাওয়া নিষেধ।  প্রতিপদে কুমড়ো ও চালকুমড়ো খাওয়া উচিত নয়, দ্বিতীয়ায় বৃহতী বা ছোট বেগুন, তৃতীয়ায় পটল, চতুর্থীতে মূলা, পঞ্চমীতে বেল, ষষ্ঠীতে নিম, সপ্তমিতে তাল, অষ্ঠমিতে নারিকেল, নবমীতে লাউ, দশমিতে কলমিশাক, একাদশীতে শিম, দ্বাদশীতে পুঁইশাক, ত্রয়োদশীতে বেগুন, চতুর্দশীতে মাষকলাই।অমাবস্যা ও পূর্ণিমায় মাছ-মাংস খাওয়া নিষিদ্ধ। এছাড়াও মাঘ মাসে মূলা, ভাদ্র মাসে লাউ ও চৈত্রমাসে শিম খাওয়া বারণ।  আচ্ছা এই তালিকায় কিছু কিছু সবজি লিপিবদ্ধ নেই।যেমন-বাধাকপি,টোম্যাটো,মটরসুঁটি,আলু,ফুলকপি,গাজর,বিট, ক্যাপসিকাম ইত্যাদি আধুনিক হিন্দুদের ব্যবহৃত সব্জি নেই কেন আপনারা একটু নিজেই চিন্তা করুন? কারণ এইসব স্মৃতিশাস্ত্র রচনার সময় এই সব্জিগুলো ভারতবর্ষে আসেইনি। ফলে এগুলো খাওয়ার বিষয়ে শাস্ত্রের বিধিনিষেধ নেই।  ঠিক সেরকমই গোলাপ পারস্যের ফুল।এছাড়া রজনীগন্ধা,চন্দ্রমল্লিকা,এসটার,ক্যলেন্ডুলা জারবেরা, ডালিয়া,জিনিয়া সহ যত রকম seasonal flowers আমরা লাগাই সেগুলো সরাসরি পূজায় ব্যবহৃত হয় না।তবে বিগ্রহের অঙ্গসজ্জার কাজে ব্যবহৃত হয়ে থাকে। তবে ঐ যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন না যে সংস্কৃতে exclusion শব্দটির কোনো প্রতিশব্দ নেই! অতএব ক্রমশ দেশি-বিদেশি বিচার বিলুপ্ত হতে চলেছে ফুলের।


পরিশেষে আমরা এটুকু বলতে পারি-এই বিভ্রান্তি গুলি তৈরি হয়েছে কিছু স্মৃতিশাস্ত্র ভারতবর্ষ কেন্দ্রীক রেখার জন্যে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url