বৈষ্ণব নিন্দা করলে কি হয়

মনের ভুলেও কখনো  বৈষ্ণব নিন্দা করবেন না।কিছু কিছু অপরাধের ক্ষমা হয় না তার মধ্যে বৈষ্ণব নিন্দা অন্যতম।উদাহরণ হিসেবে  বলতে পারি বৈষ্ণব নিন্দা করলে শুদ্ধ নাম উচ্চারণ  হয় না। তাই আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন কখনো বৈষ্ণব নিন্দা না করি।আসুন যেনে নেই বৈষ্ণব নিন্দা সম্পর্কে বিস্তারিত ধর্মালোচনা।

বৈষ্ণব নিন্দা করলে কি হয়
বৈষ্ণব নিন্দা করলে কি হয়


বৈষ্ণব নিন্দা চার প্রকারের হয়ে থাকে।
যথাঃ
১/নীচকুলোদ্ভুত বলে নিন্দা করা।
২/পূর্বের দোষের দরুন নিন্দা করা।
৩/আকস্মিক দোষের জন্য নিন্দা করা।
৪/প্রায় দোষমুক্ত অবস্থায় নিন্দা করা।
শ্রীহরিনাম চিন্তামণি বলেছেন এসব গুরুতর বৈষ্ণব অপরাধ। প্রায় ক্ষমার অযোগ্য হিসেবে বিবেচিত।
জাত ধর্ম নির্বিশেষ প্রতিটি ভক্তের উচিত(আমাদের সকলেরই উচিত) অন্য ভক্তের প্রশংসা করা, এটাই ভক্তদের প্রকৃত কর্তব্য। কারো প্রতি উপহাস করবে না। কোন ভক্তের প্রতি যাতে কোন অপরাধ না হয় তুমি সদা সচেতন আছো, এটি অত্যন্ত সুন্দর গুণ। আমরা যখন পরমেশ্বর ভগবানের এবং তাঁর প্রতিনিধি শ্রীগুরুদেবের সেবা সম্পাদন করব তখন এই ধরণের সম্ভ্রম থাকা প্রয়োজন। এটি মনোযোগ সহকারে সেবা করার লক্ষণ। এই ধরণের মনোভাব কৃষ্ণ ভক্তির পথে উত্তরোত্তর শ্রীবৃদ্ধিতে সাহায্য করবে। মদগৃহে আপনাদের শুভাগমনে অদ্য আমি ধন্য ও কৃতার্থ হইলাম। বৈষ্ণবদর্শন হরিদর্শনবৎ পাপরাশিকে যে নষ্ট করে কোন সন্দেহ নাই। আমি রাশিরাশি পুণ্য সঞ্চয় করিয়াছি  মেরুমন্দর সদৃশ সন্দেহ নাই, মহাত্মা বৈষ্ণবের দর্শন লাভ হইল সেই হেতুই।
(হরিভক্তিবিলাস ১০/৩৩৭-৩৩৮)

বৈষ্ণব নিন্দা করলে তার পরিণামঃ
বৈষ্ণব নিন্দা গুরুতর বৈষ্ণব অপরাধ এ সম্পর্কে শ্রীচৈতন্য-ভাগবতে -২২বলা হয়েছে-  বৈষ্ণবের নিন্দা করিবেক য’র গণ। তার রক্ষা-সামর্থ্য নাহিক কোন জন ।। শূলপাণি-সম যদি বৈষ্ণবেরে নিন্দে। তথাপিহ নাশ যায়,-কহে শাস্ত্রবৃন্দে।। ইহা না মানিয়া যে সুজন- নিন্দা করে। জন্মে জন্মে সে পাপিষ্ঠ দৈব-দোষে মরে।।  ”যে ব্যক্তি বৈষ্ণবজনের নিন্দা করে তাকে কেউ রক্ষা করতে পারে না। শিবের মতো শক্তিশালী ব্যক্তিও পর্যন্ত যদি বৈষ্ণবের নিন্দা করেন তা হলে তিনিও অবশ্যই বিনষ্ট হবেন। সেটিই সমস্ত শাস্ত্রের বাণী। কেউ যদি শাস্ত্রের উপদেশ না মেনে বৈষ্ণবের নিন্দা করে, সেই জন্যে তাকে জন্মে জন্মে দুঃখ দুর্দশা ভোগ করতে হবে।” “হরে কৃষ্ণ”


#Tag: বৈষ্ণব নিন্দা,বৈষ্ণব নিন্দা করলে কি হয়,বৈষ্ণব অপরাধ কি,বৈষ্ণব নিন্দা কি,বৈষ্ণব অপরাধ,বৈষ্ণব নিন্দা করলে কি হয় ?,বৈষ্ণব নিন্দা করলে কি পাপ হয়,বৈষ্ণব নিন্দা করলে কি লাভ হয়,বৈষ্ণব নিন্দা হলে কি করতে হয়,বৈষ্ণব নিন্দা করলে কি ক্ষতি হতে পারে,বৈষ্ণব নিন্দার কর্ণে শ্রবণ করলে,বৈষ্ণব নিন্দার কর্ণে শ্রবণ করলে এর পরিনাম কি হতে


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url