কেন কিভাবে একা চলবেন

‌বুদ্ধ বলেছিলেন কি বলেছিলেন? তিনি বলেছিলেন, কোনো নির্বোধের সাথে চলার চেয়ে একলা চলা বেশি ভালো।আপনি  চাইলে   সচেতনভাবে বিবর্তিত হতে পারেন নিঃসন্দেহতেই।একজন মানুষ যে কতটা কি হয়ে উঠতে পারে তার কোনো সীমা নেই। এই জিনিসটা প্রত্যেক মানুষকে করতে হবে। তবেই একসাথে হওয়াতে অনেক বেশি ফলদায়ী হবে। যখন বৌদ্ধকে জিজ্ঞাসা করা হয়েছিল, একলা চলা বেশি ভালো, না কারো সঙ্গে? উনি বলেছিলেন কোন নির্বোধের সাথে চলার চেয়ে একলা চলা বেশি ভালো। যাই হোক তিনি এটা বলেছিলেন ।

 উনি নিশ্চিত  ছিলেন যে,শুধু কোন বোকাই আপনার সাথে চলবে তাই উনি বলেছিলেন, বোকার সাথে চলার চেয়ে একলা চলাবেশি ভালো। এদেশের কিছু প্রথাগত লোককথায় বলা হয় যখন আপনি তাড়াতাড়ি অল্প সময় কোথাও যেতে চান তখন একলা চলুন। আর যখন কোন দীর্ঘ যাত্রায় যেতে চান তখন সঙ্গী-সাথীর সাথে চলুন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সাথে কে থাকছে। একসঙ্গে থাকাটা সবসময়ের ভালো ব্যাপার না, অনেক সময় একসঙ্গে থাকাটা অসুবিধা হতে পারে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যদি না আপনি জমজ হন এমনকি তা হলেও আমার একা আসি  একাই যাই।। কেউ যদি না জানেন কিভাবে নিজে নিজে থাকতে হয় তাহলে একসাথে থাকাটা বেজায় ঝামেলার হতে পারে। 

কেন একা চলবে

আমাদেরকে ডাকা হয় মানবসত্তা বলে। মানবসত্তা মানে অন্যসব প্রাণীরা  তারা যা নিছোক তারা কি করে তার ভিত্তিতেই। একজন মানুষ এমনিই থাকতে পারে এটা মানুষের একটা অনন্য  গুণ। আমরা বাধ্যকারী ভাবে কোন কাজ করি না এর মানে এটাই।আমাদের কাজ সচেতন ও বিচক্ষণ। কিন্তু সাধারণত মানুষ যখন একসঙ্গে হন  মানুষ তখন সচারাচর বাধ্যকারী হয়ে কাজ করতে থাকে।

এটা একটা সমিতি হতে পারে যেখানে উদ্দেশ্যমূলক ভাবে কাজ করা হয় বা হতে পারে কোন দল বা জ্ঞাং যেখানে আরো উদ্দেশ্য মূলক কাজ করা হয়। তো মুলতো মানুষ হওয়ার কারণে আমরা বিবর্তনের এমন পর্যায়ে এসে গেছি যে, আমরা যদি চাই আমি বসে থেকে সব কাজ করতে পারি আর কোন কাজটা করবো বা করবো না তাও বিবেচনা করতে পারি এটা অবশ্য ব্যাক্তিগত।যখন ব্যাক্তিরা একত্রিত হয় তখন আমরা বলি এ হলো আমরা, বহুবচনে ‌ কিন্তু তবুও এটা সতন্ত্র ব্যাক্তিরাই  যাদের একত্রিত হতে হয়।শুধুমাত্র একা হওয়া মানে আপনাকে আর ভাংগা সম্ভব না যার মানে আপনি শুধুই একজন। 

মানুষ নিজেকে নিজের মধ্যে ভেঙেটুকরো করার বহু উপায় খুঁজেন।ভারতবর্ষের আট দশ হাজারের সাংস্কৃতিক ইতিহাসে নিজেকে বিভক্ত করার জন্য নানা রকম সব শব্দ উদ্ভাবন করেছি এটা খুব সাধারণ বেপার মানুষ কথা বলেন আত্মা, পরমাত্মা অহংকার এটা সেটা  নিয়ে কিন্তু প্রত্যেক সংস্কৃতির নিজের মতো করে এটা রয়েছে।যখন সবকিছু ঠিকমতো চলে যখন ভালো কিছু করা হচ্ছে তখন  লোকেদের জিজ্ঞেস করলে তারা বলে এটা আমি করেছি।তাই একা হতে গেলে ভালো খারাপ দুটোই আমি। যদি খারাপ ভালো দুটোই যে আমি করছি যদি এটা কেউ বুঝতে পারে তাহলে ধীরে ধীরে জঘন্য হবার সংখ্যা কমতে থাকবে।শুধু একজন হওয়া টা খুব জরুরি তারমানে আপনাকে আর ভাগ করা যায় না।। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url