শ্রীমদ্ভগবদ গীতা কেন পড়বেন ও গীতার উপকারীতা

শ্রীমদ্ভগবদ্গীতা  প্রায়ই গীতা হিসেবে উল্লেখ করা হয়।শ্লোক হিন্দু ধর্মগ্রন্থ যা মহাকাব্য মহাভারতের অংশ। প্রথম সহস্রাব্দ BCE-এর দ্বিতীয়ার্ধে এবং হিন্দু সংশ্লেষণের আদর্শ।

ভগবদ্গীতা হল হিন্দু গ্রন্থের মধ্যে সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে বিখ্যাত একটি ধর্ম গ্রন্থ। এটিকে হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ বলে মনে করা হয়।গীতা পাণ্ডব রাজপুত্র অর্জুন এবং তার পথপ্রদর্শক এবং সারথি কৃষ্ণ, ভগবানের পরম ব্যক্তিত্বের মধ্যে একটি কথোপকথনের একটি বর্ণনামূলক কাঠামো। যুদ্ধক্ষেত্রে গীতার স্থাপনকে মানব জীবনের নৈতিক ও নৈতিক সংগ্রামের রূপক হিসাবে ব্যাখ্যা করা হয়েছে।

গীতা পাঠ
গীতা কেন পড়বেন



শ্রীমৎ ভগবদগীতা আপনাকে নিমোক্ত সমস্যাগুলোর সমাধান করে ----


১। সকল শোক ও উদ্বেগ থেকে কিভাবে মুক্ত হওয়া যায়। -- (ভঃগীঃ ২/২২)
২। শান্তি লাভের জন্য স্থির মন ও দিব্য বুদ্ধিমত্তা লাভের উপায় কি। -- (ভঃগীঃ ২/৬৬)
৩। কেবল ভগবৎপ্রসাদেই কেন গ্রহণ করা উচিত  -- (ভঃগীঃ ৩/৩১)
৪। কর্তব্যকর্মে নিয়োজিত থেকে মন নিয়ন্ত্রন করা সম্ভব কি। -- (ভঃগীঃ ৩/৪৩)
৫। কিভাবে জীবনে পূর্ণতা লাভ করা যায়। -- (ভঃগীঃ ৪/৯)
৬। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ কিভাবে অর্জন করা যায়। -- (ভঃগীঃ ৪/১১)
৭। কিভাবে সদগুরু শরণাগত হতে হয়। -- (ভঃগীঃ ৪/৩৪)
৮। পাপীরা দুঃখের সাগর অতিক্রম করবে কিভাবে। -- (ভঃগীঃ ৪/৩৬)

৯। মানুষ কেন দুঃখের ফাঁদে আটকে পড়ে। -- (ভঃগীঃ ৫/২২)
১০। শান্তির সূত্র কি।  -- (ভঃগীঃ ৫/২৯)
১১। মন কার শত্রু ও কার বন্ধু। -- (ভঃগীঃ ৬/৬)
১২। মন নিয়ন্ত্রনের মাধ্যমে শান্তি অর্জন করা সম্ভব কি। -- (ভঃগীঃ ৬/৭)
১৩। চঞ্চল মনকে কিভাবে জয় করা যায়। -- (ভঃগীঃ ৬/৩৫)
১৪। পূর্ণ জ্ঞান কি। -- (ভঃগীঃ ৭/২)
১৫। কিভাবে মুক্তি অর্জন করা যায়।  -- (ভঃগীঃ ৭/৭)
১৬। মায়াকে অতিক্রম করার গোপন রহস্য কি  -- (ভঃগীঃ ৭/১৪)
১৭। পাপ কত প্রকার এবং কিভাবে পাপকে দগ্ধীভূত করতে হয়। -- (ভঃগীঃ ৯/২)
১৮। আমাদের পরম লক্ষ্য কি  -- (ভঃগীঃ ৯/১৮)
১৯। মানুষ কি তার পছন্দমত গ্রহলোকে যেতে পারে। -- (ভঃগীঃ ৯/২৫)
২০। আমাদের অর্পিত দ্রব্যসমগ্রী কি ভগবান গ্রহন করেন। -- (ভঃগীঃ ৯/২৬)
২১। এই জড় জগতে সুখ লাভের উপায় কি। -- (ভঃগীঃ ৯/৩৪)
২২। মানব জীবনের পরম সিদ্ধি কি। -- (ভঃগীঃ ১০/১০)
২৩। আমাদের হৃদয়ে সঞ্চিত কলুষতা কিভাবে দূর করা যায়। -- (ভঃগীঃ ১০/১১)
২৪। পরম পুরুষোত্তম ভগবান কে। -- (ভঃগীঃ ১০/১২-১৩)
২৫। কৃষ্ণ অর্জুনের নিকট বিশ্বরূপ প্রকাশ করেছিলেন কেন। -- (ভঃগীঃ ১১/১)
২৬। আমাদের ক্লেশের কারণ কি,ভগবদগীতার সার কথা কি। -- (ভঃগীঃ ১১/৫৫)
২৭। রজো ও তমো গুণের কারণ কি। -- (ভঃগীঃ ১৪/২৬)
২৮। আমরা কি ভগবানের সাথে কথা বলতে পারি এবং তাঁর কথা শ্রবণ করতে পারি,আমরা কি ভগবানকে দেখতে পারি  -- (ভঃগীঃ ১৫/৭)
২৯। দেহত্যাগের সময় জীব তার সাথে কি নিয়ে যায়। -- (ভঃগীঃ ১৫/৮)
৩০। কিভাবে ভগবানের কাছে পৌঁছাতে হয়। -- (ভঃগীঃ ১৮/৬৬)

জয় গীতা ।।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url