শুভপরিণয়ের সময় বরবধূর মাথায় মুকুট বা টোপর কেন পরানো হয়?
হিন্দু বাঙালি বিয়েতে নতুন বর বধূর সাজসজ্জার একটি অন্যতম উপকরণ হল মাথায় টোপর।জানেন কি.... কেন বর কনের মাথায় এই টোপর পরানোর রীতি?কেন টোপর তৈরি করা হয় শোলা দিয়ে আর কেনই বা টোপরের রঙসাদা হয়?
প্রাচীনকালে অভিষেকের সময় রাজাদের মাথায় রাজমুকুট পরিয়ে দেওয়া হত। কারণ এই মুকুট হল দায়িত্ব ও কর্তব্যের প্রতীক। তাই মুকুট পরিয়ে রাজার মাথায় রাজ্য ও প্রজাদের সমস্ত দায়িত্বের ভার তুলে দেওয়া হত।
ঠিক তেমনি বরের#মাথায়মুকুট বা টোপর পরিয়ে তার মাথায় স্ত্রীর ভরণপোষণ ও সংসার প্রতিপালনের দায়িত্ব তুলে দেওয়া হয়।
একইভাবে কনের মাথায়ও টোপর পরানো হয়, যাতে সংসার সংগ্রামের সমস্ত ঝড়ঝাপটা দুজনে মিলেমিশে সামাল দেওয়ার দায়িত্ব নিজেদের মাথায় তুলে নিতে পারে।
হিন্দু বর কনের ছবি |
আর টোপরের রঙ#সাদাহয় এইকারণে.... যেহেতু সাদা রঙ সাহসের প্রতীক। সংসার জীবনের সফরে কোনও বাধা-বিপত্তি সমস্যায় ভীত না হয়ে নব দম্পতি যাতে সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারে। তাছাড়া শুভ্রতা ও পবিত্রতার প্রতীক হলো সাদা রং ,তাই টোপরের রঙ হয় সাদা হবার কারনে নবদম্পতি একটি সুন্দর স্বচ্ছ মধুময় পবিত্র সম্পর্কের বাঁধনে আবদ্ধ হয় ।
এখন প্রশ্ন হল মুকুট বা টোপর কেনশোলার তৈরি হয় এবং মালাকারেরাই এই মুকুট তৈরি করতে পারদর্শী হয়?
কারণ পৌরাণিক গল্প অনুযায়ী মহাদেব নিজের বিবাহের সময় নিজের জন্য নরম কাঠ দিয়ে মাথার পাগড়ি তৈরি করার দায়িত্ব দেন বিশ্বকর্মাকে। কিন্তু দেবশিল্পী বিশ্বকর্মা ধাতুর শিল্পে পারদর্শী ছিলেন, কাঠের নয়।
তখন মালাকার নামে এক যুবককে দায়িত্ব দেওয়া হয়। সে জলাভূমি থেকে শোলা সংগ্রহ করে মহাদেবের বিবাহের জন্য একটিনরম হালকা মুকুট তৈরি করে দেয়। সেই থেকেই বাঙালি বরদের মাথায় মালাকারদের তৈরি শোলার টোপর পরার প্রচলন হয়।হরে কৃষ্ণ
এই ওয়েবসাইটটিতে আরো জানতে পারবেন