হিন্দু ধর্ম কি গ্রহণ করা যায়? গ্রহণ করা গেলে গ্রহণেরপদ্ধতি কি?
হিন্দু ধর্ম গ্রহন করা যায়,কিভাবে হিন্দু ধর্ম গ্রহন করা যায়,অন্য ধর্ম থেকে কিভাবে হিন্দু ধর্ম গ্রহন করা যায়,হিন্দু ধর্ম গ্রহণ,স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ,ইসলাম ধর্মত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ,হিন্দু ধর্ম গ্রহন,হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ,ধর্ম গ্রহণ
পৃথিবীর সব থেকে প্রাচীন ধর্ম সনাতন ধর্ম। সকল ধর্ম,মত, পথ ও উপাসনা পদ্ধতি এসব কিছুরই উৎসমুখ হচ্ছে এইহিন্দুধর্ম। যেহেতু একসময় পুরো পৃথিবীতে হিন্দুধর্ম ছাড়াঅন্য ধর্মই ছিল না তাই সেসময়ে ভিন্ন ধর্মাবলম্বীকেহিন্দুধর্মে দীক্ষিত করার প্রথাও ছিল না, কেননা সেসময়ভিন্ন ধর্ম বলতে কিছু ছিল না।
হিন্দু ধর্ম গ্রহণ |
স্বধর্ম ত্যাগ করলে কি হয়?
সনাতন ধর্ম কখনই ধর্ম ত্যাগকে স্বীকৃতি দেয় না। কোন ব্যক্তি যে ধর্মে জন্মেছে তার কাছে সেই ধর্মই শ্রেষ্ঠ। সে সনাতনি হোক মুসুলিম হোক আর যে ধর্মরই হোক না কেন। ইসলাস ধর্মে যেমন অন্য ধর্মালম্বীদের নিজেদের ধর্মে রুপান্তরীত করলে ছোয়াব পায়, সনাতন ধর্মে তা অপরাধ। এজন্যই পৃথিবীর শ্রেষ্ঠ সমন্বয়কারী ধর্ম সনাতন। সনাতন ধর্ম কোন ধর্মের অপমান গ্রাহ্য করেনা। কারন তুমি কি এমন ধর্ম জানলে যে তুমি ধর্ম ত্যাগ কর।ধর্মের গভীরতা বোঝা এত সহজ নয়। আর বিষদ ভাবে আলোচনা করা হবে পরের পোষ্টে। লাইক দিয়ে সাথে থাকুন। মদ্ভাগবতে ২৮ টি নরকের মধ্যে অন্যতম ভয়ংকরী নরক হলো "অসিপত্রবন"। যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম বা পরের ধর্ম গ্রহন করেন তাহারা মৃত্যুর পর এই নরকে পতিত হয়। যমদূত গন অতি গরম তাপের কীটের জলে তাকে ফেলিয়ে তার দেহে কষাঘাত করতে থাকে,তখন সে সহ্য না করতে পেরে ছোটাছুটি করতে থাকে,তখন অতি ধারালো তালবনের অসিপত্র দ্বারা তার দেহ কেঁটে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। তারপর সেই ব্যাক্তি চিৎকার করে বলে আমি হত হলাম রে,আমাকে ছেড়ে দাও প্রভু।বরং যমদূত গন না ছেড়ে অভিরাম তাকে অসহ্য যন্ত্রণা দিতে থাকে। এই ভাবে মৃত্যুর পর তারা অনেক অনেক বছর এই ভয়ংকরী নরকে কষ্ট যন্ত্রণা ভোগ করে। ভগবান শ্রীকৃষ্ণ অজুর্ন কে বলেছেন "ওঁ শ্রেয়ান্স্বর্মো বিগুনোঃ পরা ধর্মা স্বপুষ্ঠিতাৎ স্ব ধর্মে নিধনং শ্রেয়ং পরো ধর্মো ভয়াবহ । শ্রীমদ্ভাগবত গীতাতে ৩/৩৫ স্বধর্মে যদি দোষ থাকে তাও পরো ধর্ম হতে ভালো। স্বধর্মে সাধনে যদি মৃত্যু হয় তাও মঙলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্টান করা মহা পাপ ও বিপদজনক। আবার চানাক্য শ্লোকে ও বলা হয়েছে যে যাহারা স্বধর্মের সাথে সমন্ধ রাখেন, তাদের বিনাশ নেই। বর্তমানে কিছু ছেলে মেয়েরা লোভে, সামান্য সুখের জন্য নিজের ধর্ম পরিত্যাগ করেন, কিন্তু তারা ভাবেনা যে কি মহা অন্যায় তারা করছে। বিভিন্ন ধর্মের লোকেরা ঐসব ছেলেমেয়েদের প্রলোভন দেখিয়ে নিজের ধর্মে সংখ্যা বাড়াচ্ছে। আমি কি বলতে চাইছি আশাকরি সবাই বুঝতে পারছেন। তাই সাবধান সনাতন ধর্মালোম্ভিদের সাবধান ।