নবগ্রহ কি?নবগ্রহ প্রণাম মন্ত্র ও নবগ্রহ বীজ মন্ত্র

হিন্দু ধর্মে নবগ্রহ কি এ নবগ্রহের প্রণাম মন্ত্র ঃ নবগ্রহ  হল হিন্দু জ্যোতিষশাস্ত্রের কিছু পরিচিত প্রতীক যাকে ইংরেজিতে  nine planets বলে আর সংস্কৃত  শব্দ হলো नवग्रह ৷ এই নয়টি প্রতীক বা nine planets যা , সৌরজগতের গ্রহসমূহের সাথে সমানভাবে তুলনীয় তুলনীয় ৷nine planets  :সূর্যদেব/সূর্য, চন্দ্রদেব/চন্দ্র, মঙ্গলদেব/মঙ্গল, বুধদেব/বুধ, বৃহস্পতি/বৃহস্পতি গ্রহ, শুক্র/শুক্র গ্রহ, ও শনিদেব/শনি, এবং রাহু ও কেতু ৷   নবগ্রহ, রাজা রবি ভার্মার আঁকা চিত্র নবগ্রহের কারকত্ব: সম্পাদনা 
১। রবি - আত্মা, অহঙ্কার, আত্মসম্মান, উত্সাহ, প্রতিষ্ঠান, পিতা, জীবনীশক্তি, হৃদয় (heart), অস্থি (bones), উচ্চপদস্থ কর্মচারী, রাজনীতি, জ্বর, রক্তচাপ, মস্তক, চক্ষু (বিশেষতঃ ডান চক্ষু), রক্তবর্ণ, ঝাল ইত্যাদি। অপর নাম - ভানু, অর্ক, সবিতা, আদিত্য প্রভৃতি। 

২। চন্দ্র - মন, শারীরিক পুষ্টি ও লাবণ্য, মাতা, শ্বেতবস্ত্র, আদর্শবাদিতা, শ্লেষ্মা, রক্ত (শ্বেতকণিকা), গলগণ্ড, জন সাধারণ, ফুসফুস, দেহের জলীয় অংশ, চক্ষু (বিশেষতঃ বাম চক্ষু), শ্বেতবর্ণ, লবণরস ইত্যাদি। অপর নাম - সোম, ইন্দু, শশাঙ্ক, উড়ুপ প্রভৃতি।  

৩। মঙ্গল - সাহস, শক্তি, ক্ষিপ্রতা, ক্রোধ, অগ্নি, উগ্র মানসিকতা, কুমারত্ব, কর্মক্ষমতা, তর্ক, ভ্রাতা, রক্ত (লোহিতকণিকা), গুহ্যদেশ, রক্তচাপ, অর্শ, রক্তপাত, দুর্ঘটনা, জমি, ভূমি, আগুন, ক্ষত, কাটাছেঁড়া, গাঢ় রক্তবর্ণ, তিক্তরস ইত্যাদি। অপর নাম - কুজ, ভৌম, বক্র, ত্রুর, মহীজ প্রভৃতি।  

৪। বুধ - পরিহাস, বালকসুলভ কথাবার্তা, বাকশক্তি, বুদ্ধি, স্মৃতিশক্তি, অস্থিরচিত্ততা, বিচার বিশ্লেষণ, ভাল মন্দ বিচার করার ক্ষমতা, মুদ্রিত রচনা, খবর, তথ্য, তথ্য আদান-প্রদান, সংবাদ, হিসাব, লেখন, জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষ, গণিতশাস্ত্র,ব্যাবসা বাণিজ্য, অম্লরস, ত্বক, স্নায়ু, নাক, গলগ্রন্থি (thyroid gland), নিঃশ্বাস, সর্দি, জিহবারোগ, ইত্যাদি। অপর নাম - সৌম্য, হেম, সোমসুত, চন্দ্রসুত, চন্দ্রজ, প্রভৃতি।  

৫। বৃহস্পতি -  জ্ঞান, প্রজ্ঞা, বাগ্মিতা, শাস্ত্রপাঠ, জানুদেশ, যকৃত্, প্লীহা, বাকশক্তি,পূজাআর্চা,ধন, স্থূলতা, মধুমেহ (blood sugar or diabetes), শ্লেষ্মা,আধ্যাত্মিকতা, মূল্যবোধ,  যকৃৎ ও মূত্রাশয়, ধর্ম, গুরু, আদর্শবাদিতা, পুরোহিত, শিক্ষক, শাস্ত্রপাঠ, আইনবিদ্যা, আইনজ্ঞ, বিদ্যা, মধুর রস ইত্যাদি। অপর নাম - গুরু, জীব, আর্য, সূরি প্রভৃতি।  

৬। শুক্র - কাম-সম্বন্ধীয় কার্য, জাগতিক সুখ, বিভিন্ন শাস্ত্র, আমোদ-প্রমোদ, শৌখিন ও বিলাস দ্রব্য, সৌন্দর্য, মাধুর্য, মুখমণ্ডল, মোহ, শিল্প, সঙ্গীত, শয়নসুখ, দৃষ্টিশক্তি, যৌন আকর্ষণ, যৌনরোগ, অম্ল রস ইত্যাদি। অপর নাম - কবি, সিত, ভার্গব, উশনা, ভৃগু, দৈত্যগুরু প্রভৃতি।  

৭। শনি - বৃদ্ধ, বয়স্ক লোক, বিলম্ব, শৃÍলা, দুরারোগ্য ব্যাধি, নিঃসঙ্গতা, ক্লেশ, দুঃখ, দুঃশ্চিন্তা, ভীতি, মৃত্যু, অস্থিপীড়া, পক্ষাঘাত, মৃত্যুভয়, বধিরতা, শরীর কম্পন, শ্বাসরোগ, যক্ষা, আয়ু, সংযমী, স্বল্পতা, বিচ্ছেদ, সন্ন্যাসী, ত্যাগ, শ্রম,নীল, ধৈর্য, শ্রমিক, আধ্যাত্মিকতা, নিম্নবর্গের লোক, দাস দাসী, অস্থি, দাঁত, পর্বত ভ্রমণ, কেশ, কষায় রস ইত্যাদি। অপর নাম - যম, মন্দ, রবিসুত, শনৈশ্চর, অর্কপুত্র প্রভৃতি।  

হিন্দু ধর্মের নবগ্রহ ছবি
হিন্দু ধর্মের নবগ্রহ ছবি

৮। রাহু - ভোগ, কপটাচার, বিভ্রান্তি, অতৃপ্তি, আকাশ পথ, বিদেশ যাত্রা, উচ্চস্থান, শ্বাসপ্রশ্বাস, অপবাদ, তমোগুণ, যথেচ্ছাচার, সর্প, ইন্দ্রজাল, অনির্ণিত রোগ ইত্যাদি। অপর নাম - তম, অহি, অসুর, ভুজঙ্গ প্রভৃতি।  ৯। কেতু - গোপনিয়তা, ব্রণ, আচম্বিতে ঘটা ঘটনা, আঘাত, ক্ষত, মোক্ষ, কৈবল্য ইত্যাদি। অপর নাম - শিখী, ধবজ, রাহুপুচ্ছ, ধুমবর্ণ প্রভৃতি।  জ্যোতিষশাস্ত্রে একটা খুব প্রচলিত কথা আছে। ‘শনিবত্ রাহু’ ও ‘কুজবৎ কেতু’। রাহু ও কেতু অনেক বিষয়েই যথাক্রমে শনি ও মঙ্গলের মত বৈশিষ্ট্য প্রকাশ করে ও তদনুরূপ ফল প্রদান করে।


নবগ্রহ প্রণাম মন্ত্র| নবগ্রহ বীজ মন্ত্র

নবগ্রহ প্রণাম মন্ত্র
===========

ওঁ জবাকুসুমসংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্।
ধ্বান্ত্যারিং সর্বপাপঘ্নম্ প্রণতোহশ্মি দিবাকরম্॥
দিব্যশঙ্খতুষারাভং ক্ষীরোদার্নভসম্ভবম্।
নমামি শশীনং ভক্তা শম্ভোর্মুকুটভূষণম্॥

ধরণীগর্ভোসম্ভূতং বিদ্যূতপুঞ্জসমপ্রভম্।
কুমারং শক্তিহন্তস্চ লোহিতাঙ্গং প্রণম্যহং॥
প্রিয়ঙ্গুকলিকাশ্যমং রূপেনাপ্রতিমং বুধম।
সৌম্যং সৌম্যগুণপেতং নমামি শশীনংসুতম্॥
দেবতানাংম্রিশিনান্চং গুরুং কনকসন্নিভং।

বন্দে ভক্তা ত্রিলোকেশং ত্বং নমামি বৃহস্পতিম্॥

হিমকুন্দমৃণালাভং দৈত্যানাং পরমং গুরুম্।
সর্বশাস্ত্রপ্রবক্তারং ভার্গবং প্রণম্যহম॥
নিলাঞ্জনংচয়প্রক্ষ্যং রবিসূতং মহাগ্রহম্।

ছায়ায়ং গর্ভসম্ভূতং বন্দেভক্তা শণৈশ্চরম॥

অর্দ্ধকায়াং মহাঘোরং চন্দ্রাদিত্যবিমর্দকম্।
সিংহিকায়া মহারৌদ্রং ত্বং রাহুং প্রণম্যহম্॥
পলাশধূমসংকাশং তারাগ্রহবির্মদকম।
রৌদ্রং রৌদ্রত্বকং ঘোরং ত্বং কেতুং প্রণম্যহম্॥

গ্রহ বীজ মন্ত্রঃ
========

সূ্র্য্য মন্ত্র:-
======

ওঁ হ্রীং হ্রীং সূর্য্যায়ঃ
জপ সংখ্যা ৬০০০ বার

দেবতা-মাতঙ্গী
ধূপ-গুগুল
বার-রবিবার
প্রশস্ত- সকাল ১২ টা পর্যন্ত।

চন্দ্র মন্ত্র:-
======
ওঁ ঐং ক্লীং সোমায়ঃ
জপ সংখ্যা ১৫০০০ বার
দেবতা-কমলা
ধূপ- সরলকাষ্ঠ
বার-সোমবার
প্রশস্ত-সন্ধা ৬-৯ পর্যন্ত।

মঙ্গল মন্ত্র:-
=======
ওঁ হুং শ্রীং মঙ্গলায়ঃ।
জপ সংখ্যা-৮০০০ বার
দেবতা-বগলামুখী
ধূপ-দেবদারু
বার-মঙ্গলবার
প্রশস্ত-সকাল ১২ টা পর্যন্ত।


বুধ মন্ত্র:-
======
ওঁ ঐং স্ত্রীং শ্রীং বুধায়ঃ
জপ সংখ্যা-১০০০০ বার
দেবতা-ত্রিপুরাসুন্দরী
ধূপ-সঘৃত দেবদারু
বার-বুধবার
প্রশস্ত-বেলা ১২টা পর্যন্ত।

বৃহস্পতি মন্ত্র:-
=========
ওঁ হ্রীং ক্লীং হুং বৃহস্পতয়ে
জপ সংখ্যা-১৯০০০ বার
দেবতা-তারা
ধূপ-দশাঙ্গ
বার-বৃহস্পতিবার
প্রশস্ত-বেলা ১২ পর্যন্ত।


শুক্র মন্ত্র:-

========
ওঁ হ্রীং শুক্রায়ঃ
জপ সংখ্যা - ২১০০০ বার
দেবতা - ইন্দ্র
ধূপ - গুগুল
বার - শুক্রবার
প্রশস্ত - সন্ধ্যাবেলা।

শনি মন্ত্র:-
======

ওঁ ঐং হ্রীং শ্রীং শনৈশ্চরায়ঃ
জপ সংখ্যা - ১০০০০ বার
দেবতা - দক্ষিনাকালী
ধূপ - কৃষ্ণাগুরু
বার - শনিবার
প্রশস্ত সন্ধ্যাবেলা।


রাহু মন্ত্র:-

=======

ওঁ ঐং হ্রীং রাহবে
জপ সংখ্যা - ১২০০০ বার
দেবতা - ছিন্নমস্তা
ধূপ - দারুচিনি
বার - শনি/মঙ্গল বার
প্রশস্ত সন্ধ্যাবেলা।

কেতু মন্ত্র:-
=======

ওঁ হ্রীং ঐং কেতবে
জপ সংখ্যা-২২০০০ বার
দেবতা-ধূমাবতী
ধূপ-মধূযুক্ত দারুচিনি
বার-শনি/মঙ্গল বার
প্রশস্ত সন্ধ্যাবেলা।

নবগ্রহ প্রণাম মন্ত্র,বীজ মন্ত্র,নবগ্রহ মন্ত্র,নবগ্রহ,নবগ্রহ বীজ মন্ত্র,বাংলা অর্থ সহ নবগ্রহ প্রণাম মন্ত্র,নবগ্রহ প্রনাম মন্ত্র,নবগ্রহের বীজ মন্ত্র,নবগ্রহ শান্তি মন্ত্র,নব গ্রহ মন্ত্র,নব গ্রহ বীজ মন্ত্র,নবগ্রহ শান্তির কবচ দেহ রক্ষার মন্ত্র,গ্রহ বীজ মন্ত্র,নবগ্রহের মন্ত্র,তন্ত্র মন্ত্র,নবোগ্রহ মন্ত্র,নবগ্রহ স্তোত্র,চন্দ্র গায়ত্রী মন্ত্র,নবগ্রহ কবচ,নবগ্রহ স্তব,







Next Post Previous Post
4 Comments
  • সুমনা রায়
    সুমনা রায় ২৯ মার্চ, ২০২২ এ ১১:২৬ PM

    অনেক ওয়েবসাইট ঘুরে এখানেই সম্পূর্ণ ব্যাখ্যা পেলাম। thanks a lot

  • নামহীন
    নামহীন ৩০ মার্চ, ২০২২ এ ১০:০৫ AM

    নাইচ

  • নামহীন
    নামহীন ৩০ মার্চ, ২০২২ এ ৯:৩৯ PM

    সুন্দর

  • নামহীন
    নামহীন ৩০ মার্চ, ২০২২ এ ৯:৫৩ PM

    ধর্মীয় মত অনুযায়ী লেখার কারনে মন্তব্য করলাম।হরেকৃষ্ণ।

Add Comment
comment url
"/>
"/>
"/>
"/>