গায়ত্রী মন্ত্র জপের নিয়ম ও উপকারীতা

গায়ত্রী মন্ত্র অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ হিন্দু ধর্ম অনুসারে। অনেক উপকার পাওয়া যায় এই মন্ত্র নিয়মিত ভাবে জপ করলে । গায়ত্রী মন্ত্র জপের মাধ্যমে জীবনের নানা সমস্যার সমাধান হতে পারে ।

গায়ত্রী জপের নিয়মঃ

প্রাত: সন্ধ্যায়:
প্রাত: সন্ধ্যায় নিজ বক্ষের সন্নিকটে বাম হাত চিৎ করত: তদুপরি দক্ষিণ হস্ত ঐ রূপভাবে স্থাপন করত: জপ করিতে হইবে।

মধ্যাহ্ন সন্ধ্যায়:
বুকের কাছে দক্ষিণ হস্ত কাইৎ করত: তাহার উপরে বামহস্তে কাইৎ করিয়া স্থাপন পূর্ব্বক জপ করিবেন।

সায়াহ্ন সন্ধ্যায়:
বক্ষ সন্নিধানে দক্ষিণ হস্ত উপুড় করত: তাহার উপরে বমহস্ত রাখিয়া ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠে যজ্ঞোসূত্র ধরিয়া জপ করিতে হইবে।

গায়ত্রী মন্ত্র জপের নিয়ম বিধিঃ

প্রতি অঙ্গুলিতে দুইকরের মধ্যবর্তী স্থানকে পৰ্ব্ব বলে। এইরূপ প্রত্যেক অঙ্গুলিতে তিনটি করিয়া পর্ব্ব আছে, অঙ্গুলি সমুহের নাম যথা, বৃদ্ধাঙ্গুষ্ঠ, তজ্জনী, মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠাঙ্গুলি। বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্বারা অনামিকার মধ্যপর্ব্ব ও মূলপর্ব্ব, কণিষ্ঠার মূল, মধ্য ও অগ্র, এবং অনামিকার অগ্র, মধ্যমার অগ্র, এবং তজ্জনীর অর্থ, মধ্য ও মূলপর্ব্ব পর্য্যন্ত দশবার হইবে। এইরূপ করে হিসাব রাখিয়া জপ করবেন।

গায়ত্রী মন্ত্রঃ

ওঁ ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য
ধীমহি ধিয়ো য়োন প্রচোদয়াৎ ওঁ ॥
গায়ত্রী জপ সংখ্যা নিম্নে দশবার ।।
গায়ত্রী জপ বিসর্জন।

কুশীতে জল লইয়া নিম্নলিখিত মন্ত্র পাঠ করত:
পাঠ শেষে উক্ত জল তাম্র কুন্ডে দিয়া জপ বিসর্জ্জন করিবেন।
মন্ত্র যথা,
ওঁ উত্তর শিখরে যাতে ভূমাং পৰ্ব্বত বাসিনী। ব্ৰহ্মনা সমুনাজ্ঞাতা গচ্ছ দেবী যথা সুখং ॥

সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা হলো গায়ত্রী এবং গায়ত্রী সাধনা । উপবীত ধারনের পর তিন দিন ব্রহ্মচর্য পালন করতে হয় অত্যন্ত কঠিন ভাবে। লেখক সর্বক্ষণ গায়ত্রী মন্ত্র সাধনা করতে হয়। তারপর নিয়ম অনুসারে ত্রিসন্ধ্যা গায়ত্রী উপাসনা করার নিয়ম।সময়ের স্বল্পতার কারণে অনেক ব্রাহ্মণ সন্তান এখন ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ না করলেও অন্তত স্নানের পর গায়ত্রী জপ করেন। কারণ বিশেষ এক ধরনের শক্তি প্রাপ্ত হয় গায়ত্রী মন্ত্র থেকে ।

গায়ত্রী মন্ত্র পাঠের উপকারিতাঃ

মনে করা হয় এই মন্ত্র জপ করলে
 ১) উত্সাহ এবং ইতিবাচকতা বৃদ্ধি, 
 ২) মন ধর্ম এবং সেবার কাজে নিযুক্ত থাকে  
৩) ভবিষ্যদ্বাণী শুরু হয় 
৪) প্রার্থণা করার শক্তি বৃদ্ধি পায়, 
৫) স্বপ্ন সাধনা হয়, 
৬) ক্রোধ শান্ত হয় 
৭) মনকে কাবু করার ক্ষমতা তৈরি হয়।

মহা গায়ত্রী মন্ত্র এবং এর অর্থ হল, আমাদের ঈশ্বরকে সেই প্রাণ, দুঃখ, পাপী, আনন্দদায়ক, শ্রেষ্ঠ, গৌরবময়,ঈশ্বরের মতো রূপ হিসাবে রাখা উচিত। ঈশ্বর আমাদের বুদ্ধি জীবন পথে অনুপ্রাণিত করে। এই মন্ত্র জপ করার সঠিক সময় - গায়ত্রী মন্ত্র জপ করার প্রথম সময়টি সকাল। মন্ত্রটি সূর্যোদয়ের একটু আগে জপ শুরু করা উচিত এবং সূর্যোদয়ের পরে জপ করা উচিত। মন্ত্র জপ করার জন্য দ্বিতীয় সময় হল দুপুর। এই মন্ত্রটি জপ করা হয় বিকেলেও। তৃতীয় সময় হল সন্ধ্যা। সূর্যাস্তের আগে আপনার মন্ত্র জপ করা শুরু করা উচিত এবং সূর্যাস্তের কিছুক্ষণ পরে জপ করা উচিত। যদি আপনি গায়ত্রী মন্ত্র জপ করতে চান তবে তা নিঃশব্দে বা মানসিকভাবে করা উচিত।  উচ্চারণ করা উচিত নয় এই মন্ত্র।

গায়ত্রী মন্ত্র জপের নিয়ম ও উপকারীতা
গায়ত্রী মন্ত্র জপের নিয়ম ও উপকারীতা

#tag;গায়ত্রী মন্ত্র জপ করার নিয়ম,গায়ত্রী মন্ত্র,গায়ত্রী মন্ত্র পাঠের নিয়ম,গায়ত্রী মন্ত্রের উপকারিতা,গায়ত্রী মন্ত্র,গায়ত্রী মন্ত্র বাংলা অনুবাদ,গায়ত্রী মন্ত্র পাঠ,গায়ত্রী মন্ত্র বাংলা,গায়ত্রী মন্ত্র জপের ফল,গায়ত্রী মন্ত্র পাঠ করার নিয়ম,গায়ত্রী মন্ত্র জপ,গায়ত্রী মন্ত্র পাঠ করলে কি হয়,গায়ত্রী মন্ত্র জপ,গায়ত্রী মন্ত্রের উপকারিতা,গায়েত্রী মন্ত্র,গায়েত্রী মন্ত্র পাঠের নিয়ম ও উপকারিতা,গায়ত্রী মন্ত্র পাঠের ফল


Next Post Previous Post
4 Comments
  • Byomkesh
    Byomkesh ২৬ এপ্রিল, ২০২২ এ ৪:০৭ PM

    নমস্কার দাদা, আমি ব্লগারে নতুন ।
    আমিও হিন্দুধর্ম নিয়ে লেখালেখি করি...
    আমার সাইটটি দেখে আসার অনুরোধ রইল ।

    আসলে আমি এতোটাও প্রফেশনাল নই ।

    ঠিক কি ধরনের পোস্ট করলে ব্লগে ভিজিটর আসবে সে বিষয়ে আমি অতোটাও অবগত নই ।

    আপনি যদি একটু গাইডলাইন দিতেন, তাহলে বড্ড উপকার হতো 🙏🙏

  • সনাতনী আলাপন
    সনাতনী আলাপন ২৭ এপ্রিল, ২০২২ এ ৯:৪৮ AM

    আমার কন্ট্রাক্ট ফর্মে যোগাযোগ করুন।।

  • Byomkesh
    Byomkesh ২৮ এপ্রিল, ২০২২ এ ১০:৫৬ AM

    এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

  • Byomkesh
    Byomkesh ২৮ এপ্রিল, ২০২২ এ ১০:৫৭ AM

    আপনার ই-মেইল এড্রেস এ মেইল করেছি দাদা 🙏

    please check

Add Comment
comment url
"/>
"/>
"/>
"/>