শ্রীচৈতন্যদেবের জন্মস্থান কোথায় ?

চৈতন্যদেবের জন্মস্থান  

🕉️ পরমাত্মনে নমঃ।কলির পতিতপাবন শ্রীচৈতন্যদেব জন্মস্থান কোথায় ? নবদ্বীপ নাকি বর্তমান মায়াপুরে ?  এই প্রশ্নে সকল ভগবান শ্রী চৈতন্যদেবের ভক্তরা দ্বিধাবিভক্ত ।

গৌড়ীয় মঠ ও তার অনুসরণকারীরা দাবী করছেন মায়াপুরে ।  নবদ্বীপবাসী

দাবী করছেন নবদ্বীপের প্রাচীন মায়াপুরে । এখন কথা হচ্ছে সাধারণ 

ভক্তগণ কোন স্থানকে প্রকৃত বলে মনে করবেন ?  শ্রীমদ্ভাগতে বলা হয়েছে  গঙ্গার পূর্বতীরে মায়াপুরে শচীগর্ভে জন্ম

গ্রহণ (আবির্ভাব ) করবেন । বেশ ভাল 

তাহলে বর্তমানে গঙ্গার অবস্থান অনুযায়ী মায়াপুরের দাবী ঠিক ।  কিন্তু

৫৪২ বছর আগে গঙ্গা কোথায় ছিল ? 

ইতিহাস বলছে গঙ্গা তার অবস্থান বার বার পরিবর্তন করেছে । গঙ্গা এক সময়ে বর্তমান নবদ্বীপ ধাম স্টেশনের  পশ্চিমে ছিল । তারও আগে ছিল বিদ্যানগরের কাছে ।  মহাপ্রভু বিদ্যানগরে  পড়াশোনা করেছেন । 

শ্রীচৈতন্যদেবের জন্মস্থান কোথায় ?
শ্রীচৈতন্যদেবের জন্মস্থান কোথায় ?


শ্রীচৈতন্য ভাগবত অনুযায়ী শচীমাতা গঙ্গারঘাটে বিষ্ণুপ্রিয়াকে দেখে পছন্দ করেই মহাপ্রভুর ২য় বিবাহ দিয়েছিলেন । বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটা মালঞ্চপাড়ায় যার নামে বিষ্ণুপ্রিয়া ষ্টেশন ।  গঙ্গা এই তো সেদিন 

ইদ্রাকপুরের পূর্বদিক থেকে পশ্চিম বাহিনী হয়ে পূর্বস্থলীর পূর্বদিক দিয়ে দক্ষিণবাহী হয়ে মাধাইপুর পূর্বদিক দিয়ে

ও ইদ্রাকপুরের পশ্চিম দিক দিয়ে নবদ্বীপের প্রাচীন মায়াপুরে এসেছে ।‌

 মায়াপুর পূর্বতীরে রেখে নবদ্বীপকে অর্ধবৃত্তাকারে বেষ্টন করে ছিল । 

 গঙ্গার ভাঙ্গনের ফলে মায়াপুর একসময় গঙ্গাবক্ষে বিলীন হয়ে যায় ।

পরবর্তীতে দুটি মায়াপুরের উদ্ভব হয় ।

তাই একটি প্রাচীন মায়াপুর অন্যটি 

মিঞাপুর থেকে মায়াপুরে পরিচিতি লাভ করে । নানা পরীক্ষা নিরীক্ষায় দেখা গিয়াছে প্রাচীন মায়াপুরের বর্তমান

জন্মস্থানটি প্রকৃত জন্মস্থান যা গঙ্গাবক্ষে একসময় বিলীন হয়ে গিয়েছিল ।   এনিয়ে মামলা মোকদ্দমা

হয়েছে ।  গৌড়ীয় মঠবাসীরা বলছেন 

ঐটি প্রকৃত নবদ্বীপবাসীরা বলছেন এটি

প্রকৃত ।  গৌড়ীয় মঠের প্রতিষ্ঠা কবে হয়েছে তা জানা দরকার ।  অতি নব্য 

মঠ মন্দিরগুলি ।  নবদ্বীপের সবকিছুই

প্রাচীন ।  কলিকালে আপথ পথ আঘাট হবে বলে একটা কথা প্রচলিত আছে ।

তাই মনে হয় নব্য মায়াপুরের এত রমরমা ।  প্রাচীন মায়াপুর তথা নবদ্বীপ 

দিন দিন শ্রীহীন হতে চলছে ।  মঠ মন্দিরের প্রতি সাধারণ মানুষের আস্থা 

হারাচ্ছে এইসব কারণে । ভাগ্যিস শ্রীচৈতন্যদেবের পার্থিব দেহ সমাধিস্থ

কোথাও হয়নি । যদি হত তাহলে তা নিয়েও এরূপ দড়ি টানাটানি হত । 

এই কারণেই শ্রীচৈতন্যদেব তার সমাধি নিয়েও যাতে কোনরূপ বিশৃঙ্খলা না হয় 

তার জন্য দেহের প্রকাশ রাখেন নাই । 

গোপন ও রহস্যাবৃত রেখেছেন । আমি আমার লব্ধ অভিজ্ঞতা থেকে বলেছি । সত্যাসত্য নির্ণয় ও গ্রহণ আপনাদের 

ইচ্ছাধীন । 🙏🙏🙏

জয় কলির পতিত পাবন গৌর হরি।

#tag;শ্রীচৈতন্যদেবের বাড়ি কোথায়,শ্রী চৈতন্যদেবের জন্মস্থান কোথায় মায়াপুর না নবদ্বীপ,শ্রী চৈতন্য দেবের জন্মস্থান,নবদ্বীপ কি শ্রী চৈতন্যদেবের জন্মস্থান,#শ্রীচৈতন্যদেবের আসল জন্ম স্থান,শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান,চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান,শ্রীচৈতন্যদেবের বাড়ি কি মায়াপুর,#চৈতন্যদেবের জন্ম স্থান,#চৈতন্যদেবের আসল জন্ম স্থান।,চৈতন্যমহাপ্রভুরজন্মস্থান
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
"/>
"/>
"/>
"/>