বৃষ্টি গণনা
বৈশাখ—এই মাসে স্বাভাবিক কারণে রৌদ্রের প্রখরতা বর্ধিত হয় এবং বুধ ও শুক্রের রাশ্যান্তর এবং বুধ বত্রুী ও বত্রুী বুধের অস্ত জন্য বৃষ্টিযোগ পরিলক্ষিত হয়।
![]() |
বৃষ্টি গণনা ১৪২৯ |
জ্যৈষ্ঠ—–সৌর জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্মের প্রখরতা অনুভূত হয় এবং মঙ্গল, বুধ, রাজ, কেতু ও শুক্রের রাশি পরিবর্তন এবং বত্রুী বুধের উদয় ও বুধের বক্রত্যাগ এবং শনি বত্রুী হেতু প্রায়শঃই বৃষ্টির সম্ভাবনা দেখা যায়।
আষাঢ়-এই নাসের ৭ই রবির আর্দ্রোনক্ষেত্রে প্রবেশ মঙ্গল বুধ ও শুক্রের রাশি সঞ্চার এবং বুধের অন্তমিত জন্য বৃষ্টিযোগ দেখা যায়।
শ্রাবণ–এই মাসে সাধারণতঃ অধিক বৃষ্টি হয় তবে বুধ, মঙ্গল ও শুক্রের রাশ্যান্তর জন্য এবং বুধের উদয়, গুরুর বত্রুী এবংশুক্রের বার্ধক্য হেতু ভারী বৃষ্টির যোগ দেখা যায়।
ভাদ্র--এই মাসে বুধ ও শুক্রের রাশি পরিবর্তন এবং বুধ বক্রী এবং শুক্র ও বক্রী বুধের অন্তমিত ও রাশি পরিবর্তন জন্য বৃষ্টিযোগ সুচিত হয়।
আশ্বিন—এই মাসে বুধের উদয় এবং বুধ ও শুক্রের রাশ্যান্তর এবং বুধ ও শনির বক্রত্যাগ জন্য বৃষ্টিযোগ পরিলক্ষিত হয়।
কার্তিক-- এই মাসে বুধ ও শুক্রের রাশ্যান্তর এবং মঙ্গল বক্রী হেতু স্বপ্ল বৃষ্টিযোগ দেখা যায়।
অগ্রহায়ণ--এই মাসে বুধ ও শুক্রের উদয় এবং শুক্রের বাল্যত্যাগ এবং বৃহস্পতির বক্রত্যাগ এবং বুধ ও শুক্রের রাশ্যান্তর জন্য মাঝে মাঝে বৃষ্টির সম্ভাবনা দেখা যায়।
পৌষ-- এই মাসে শুক্রের রাশি পরিবর্তন ও বুধ বক্রী এবং বক্রী বুধের অস্তোদয় ও মঙ্গলের বক্রত্যাগ প্রভৃতির জন্য স্বল্প বৃষ্টিযোগ ও শৈত্য প্রবাহ সূচিত হয়।
মাঘ--এই মাসে বুধ শনি ও শুক্রের রাশি পরিবর্তন ও বুধের বক্রত্যাগ এবং শনিগ্রহের অন্তমিত হেতু মাঝে মাঝে বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
ফাল্গুনঃ এই মাসে বুধ ও শুক্রের রাশ্যান্তর ও শনিগ্রহের পুর্ব্বদিকে উদয় ও বুধের অস্তমিত এবং ৩০শে ঘ ২।৫।১০ সময়ের পর হইতে বৃহস্পতির বার্ধক্য হওয়ার জন্য বৃষ্টিযোগ ও প্রবল ঘূর্ণিঝড় সূচিত হইতেছে।
চৈত্র—এই সৌর মাসে মঙ্গল শুক্র ও বুধের রাশ্যান্তর ও বুধের উদয় ও বৃহস্পতিত অস্তমিত কারণে মধ্যে মধ্যে বৃষ্টিযোগ সূচিত হয়।
সুত্রঃ©শ্রীমদন গুপ্তের ফুল পঞ্জিকার্ড