পূর্ণিমার নিশিপালন ও উপবাসের সময় তালিকা

👉বৈশাখ মাসের পূর্ণিমার নিশি পালন ও উপবাসের সময়ঃ

১লা বৈশাখ, শুক্রবার রাত্রি ১।৫৬ হইতে
২রা বৈশাখ, শনিবার রাত্রি ১২।১৮ পর্যন্ত।
💅(পূর্ণিমা নিশি জাগরণ ২রা বৈশাখ  এবং পূর্ণিমার উপবাস ২রা বৈশাখ)
              -----------*-এবং *------------
৩১শে বৈশাখ, রবিবার দিবা ১১।৫৩ হইতে ১লা জ্যৈষ্ঠ, সোমবার দিবা ১০।০০ পর্যন্ত।
💅(পূর্ণিমা নিশি জাগরণ ৩১শে বৈশাখ  এবং পূরণিমার উপবাস ১ লা জৈষ্ঠ)

পূর্ণিমার নিশিপালন ও উপবাসের সময় তালিকা
পূর্ণিমার নিশিপালন ও উপবাসের সময় তালিকা 

👉জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার নিশি পালন ও উপবাসের সময়ঃ

২৯শে জ্যৈষ্ঠ,সোমবার রাত্রি ৭।৫৭ হইতে
৩০শে জ্যৈষ্ঠ,মঙ্গলবার অপরাহ্ন ৫।৪৭ পর্যন্ত।
💅(পূর্ণিমার নিশিপালন ২৯শে জ্যৈষ্ঠ এবং পূর্ণিমার উপবাস  ৩০শে জ্যৈষ্ঠ)

👉আষাঢ় মাসের পূর্ণিমার নিশি পালন ও উপবাসের সময়ঃ
২৭শে আষাঢ়, মঙ্গলবার রাজি ২৫ হইতে
২৮শে আষাঢ়, বুধবার রাত্রি ১২।৩০ পর্যন্ত।
💅(পূর্ণিমার নিশিপালন ২৮শে আষাঢ় এবং পূর্ণিমার উপবাস ২৮শে আষাঢ়)

👉 শ্রাবণ মাসের পূর্ণিমার নিশি পালন ও উপবাসের সময়ঃ
২৫শে শ্রাবণ, বৃহস্পতিবার দিবা ৯।৫৬ হইতে
২৬শে শ্রাবণ, শুক্রবার দিবা ৭।৩৭ পর্যাপ্ত।
💅(পূর্ণিমার নিশিপালন ২৫ শে শ্রাবণ এবং পূর্ণিমার উপবাস ২৫/২৬শে শ্রাবণ )

👉 ভাদ্র মাসের পূর্ণিমার নিশি পালন ও উপবাসের সময়ঃ
২৩শে ভাদ্র, শুক্রবার সন্ধ্যা ৫।৪৭ হইতে
২৪শে ভাদ্র, শনিবার দিবা ৩।৫৭ পর্যন্ত
💅(পূর্ণিমার নিশিপালন ২৩শে ভাদ্র এবং পূর্ণিমার উপবাস ২৪শে ভাদ্র )

  

👉 আশ্বিন মাসের পূর্ণিমার নিশি পালন ও উপবাসের সময়ঃ
২১শে আশ্বিন, শনিবার রাত্রি ৩।৩১ হইতে
২২শে আশ্বিন, রবিবার রাত্রি ২।২৬ পর্যন্ত।
💅(পূর্ণিমার নিশিপালন ২২শে আশ্বিন এবং পূর্ণিমার উপবাস২২শে আশ্বিন )

👉 কার্ত্তিক মাসের পূর্ণিমার নিশি পালন ও উপবাসের সময়ঃ
২০শে কার্ত্তিক, সোমবার দিবা ৩।৫৪ হইতে
২১শে কার্তিক, মঙ্গলবার দিবা ৩।৫১ পর্য্যন্ত।
💅(পূর্ণিমার নিশিপালন ২০শে কার্তিক এবং পূর্ণিমার উপবাস ২১শে কার্তিক )

👉 অগ্রহায়ণ মাসের পূর্ণিমার নিশি পালন ও উপবাসের সময়ঃ
২০শে অগ্রহায়ণ, বুধবার দিবা ৭।২৫ হইতে
২১শে অগ্রহায়ণ, বৃহস্পতিবার দিবা ৮।২৭ পর্যন্ত।
💅(পূর্ণিমার নিশিপালন ২০শে অগ্রহায়ণ  এবং পূর্ণিমার উপবাস ২১শে অগ্রহায়ণ )

👉 পৌষ মাসের পূর্ণিমার নিশি পালন ও উপবাসের সময়ঃ
২০শে পৌষ,বৃহস্পতিবার রাত্রি ১।৪১ হইতে
২১শে পৌষ,শুক্রবার রাত্রি ৩।৩৩ পর্যন্ত।।
💅(পূর্ণিমার নিশিপালন ২১শে পৌষ এবং পূর্ণিমার উপবাস ২১শে পৌষ )

👉 মাঘ মাসের পূর্ণিমার নিশি পালন ও উপবাসের সময়ঃ
২০শে মাঘ, শনিবার রাত্রি ৯।১৮ হইতে
২১শে মাঘ রবিবার রাত্রি ১১।১৩ পর্যন্ত।।
💅(পূর্ণিমার নিশিপালন ২১শে মাঘ এবং পূর্ণিমার উপবাস ২১শে মাঘ )

👉 ফাল্গুন মাসের পূর্ণিমার নিশি পালন ও উপবাসের সময়ঃ
২১শে ফাল্গুন, সোমবার অপরান্ন ৪।২০ হইতে
২২শে ফাল্গুন, মঙ্গলবার সন্ধ্যা ৬।০২ পর্যন্ত।।
💅(পূর্ণিমার নিশিপালন ২১শে ফাল্গুন এবং পূর্ণিমার উপবাস ২২শে ফাল্গুন )

👉 চৈত্র মাসের পূর্ণিমার নিশি পালন ও উপবাসের সময়ঃ
২১শে চৈত্র,  বুধবার দিবা ৯।১০ হইতে
২২শে চৈত্র, বৃহস্পতিবার দিবা ৯।৫৭ পর্যন্ত।।
💅(পূর্ণিমার নিশিপালন ২১শে চৈত্র এবং পূর্ণিমার উপবাস ২২শে চৈত্র ) 


জেনে নিন আমাবস্যার নিশিপালন ও উপবাসের সময় তালিকা 👇

আমাবস্যার নিশিপালন ও উপবাসের সময় তালিকা 

Next Post Previous Post
1 Comments
  • নামহীন
    নামহীন ২৯ এপ্রিল, ২০২২ এ ৯:৩৯ PM

    পঞ্জিকার সাথে মিল পেলাম।ধন্যবাদ 💅

Add Comment
comment url
"/>
"/>
"/>
"/>