হরিনাম সম্পর্কে ১০টি প্রধান বাণী

হরিনাম জপ সম্পর্কে ১০টি প্রধান উক্তি গুলো নিম্নে প্রদান করা হলোঃ


🧿 ০১. যিনি হরিনাম জপের সময় দিব্য আনন্দ অনুভব করেন তিনি খুব শীঘ্রই সকল জড় কলুষ থেকে পরিশুদ্ধ হবেন।

🧿০২.  কেবলমাত্র আমাদের  প্রাত্যাহিক জপ যথাযথ ভাবে সম্পাদনের মাধ্যমে আমরা সকল পাপ কর্মফল হতে মুক্ত হতে পারি।


🧿০৩. শুদ্ধভাবে নিয়মিত জপ ব্যাতিরেকে আমরা কখনই পূর্ণরূপে কৃষ্ণভাবনাময় হতে পারবোনা। জপই হচ্ছে পূর্ণরূপে কৃষ্ণভাবনাময় হওয়ার সবচেয়ে সর্বোত্তম পন্থা।

হরিনাম জপ সম্পর্কে ১০টি প্রধান উক্তি
হরিনাম জপ সম্পর্কে ১০টি প্রধান উক্তি


🧿০৪. আমাদের শক্তি হচ্ছে চারটি নিয়ম পালন আর ষোল মালা জপ।


🧿০৫. প্রত্যেকেই নবীন দশা থেকেই ভক্তিজীবন শুরু করে, কিন্তু কেউ যদি যথাযথভাবে নির্দেশিত সংখ্যক হরিনাম সম্পন্ন করে, তবে সে ধীরে ধীরে উত্তম অধিকারী স্তরে উন্নীত হবে। -  "ভক্তি রসামৃত সিন্ধু"----


🧿০৬. শ্রী গুরুদেবের দেওয়া সকল মূলনীতিগুলোর মধ্যে ১৬ মালা জপই হচ্ছে সর্বোপরি।


🧿০৭. সর্বনিম্ম ১৬ মালা আমাদের জপ করতে হবে। কিন্তু নিরন্তর জপই আমাদের মূল লক্ষ্য।


🧿০৮. যখন জপ, প্রেম ও আন্তরিকতার সাথে করা হয়না, তখন তা হতে লক্ষ্যনীয় কোন জাগতিক বা পারমার্থিক সুফল লাভ হয়না। কিন্তু সেই একই জপ যদি প্রেম ও আন্তরিকতার সাথে সম্পাদন করা হয়, তবে তা আমাদের এক বিশুদ্ধ মানসিকতার স্তরে উন্নীত করে।

🧿০৯. জপ যে কেবল নীরবেই করতে হবে সেই সম্পর্কে কোন বাধ্যবাধকতা নেই, এটা বিভিন্নভাবে করা যেতে পারে। উচ্চস্বরে হোক বা নীরবে, সবটাই ঠিক। এক্ষেত্রে কোন সীমাবদ্ধতা নেই। তবে এটা অবশ্যই আন্তরিকভাবে করা এবং খুব গভীরভাবে সেই দিব্য শব্দতরঙ্গ শ্রবণ করা উচিত।


🧿১০. আপনার জপমালাই হচ্ছে আপনার ভগবদ্ধামে ফিরে যাওয়ার টিকিট।


 🙏🌼‍ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 🌼 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে 🙏

   🙏 🌼‍ হরে রাম হরে রাম 🌼‍ রাম রাম হরে হরে 🌼

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
"/>
"/>
"/>
"/>