সনাতন ধর্মাবলম্বীর দৈনিক কার্যাবলী

একজন সনাতন(হিন্দুধর্মনুরাগী) ধর্মাবলম্বীর/ধর্মাবলম্বিনীর দৈনিক কার্যাবলী নিম্নের ধাধারাবাহিকভাবে আলোচনা করা হলোঃ

একজন সনাতনী নরনারীর দৈনিক সাধারণ কার্যাবলীঃ

১-হিন্দু ধর্মীয় সকল কাজ শুরুর আগে ”ওঁ তৎ সৎ”/ হরে কৃষ্ণ বা নিজ ইষ্টদেবতার নাম দিয়ে শুরু করা উচিত। 
 ২.সকালে ঘুম থেকে উঠে পূর্বমুখী হয়ে মাটি স্পর্শ করে বলুন- ওঁ প্রিয়দত্তায়ৈ ভূম্যৈ নম:। 
 ৩.ঘরের দরজা খুলে পূর্বমুখী হয়ে সূর্য প্রণাম মন্ত্র: ওঁ শ্রী সূর্যায় নমঃ। 
৪. স্নান করার সময় বলুন- ওঁ গঙ্গে চ যমুনা চৈব গোদাবরি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলেহস্মিন সন্নিধিং কুরু। পরে- ওঁ কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করিণী চ তীর্থান্যেতানি পুণ্যানি স্নানকালে ভবন্ত্বিহ।
৫.গৃহ প্রবেশ মন্ত্র- ওঁ শ্রী বাস্তুপুরুষায় নমঃ।
৬ খাবার আগে- ওঁ শ্রী জনার্দ্দনায় নম:
৭. ঘুমাবার আগে- ওঁ শ্রী পদ্মনাভায় নমঃ।
৮.বিপদে পড়িলে - ওঁ শ্রী মধুসূদনায় নমঃ।
৯.মলমূত্র ত্যাগের আগে- আজ্ঞা কুরু বসুন্ধরা।
১০.মৃত্যু সংবাদ শুনলে-দিব্যান্ লোকান্ স গচ্ছতু।
১১.জন্ম সংবাদ শুনলে- আয়ুষ্মান ভব।
সনাতন ধর্মাবলম্বীকে তাঁর সকল কাজ শুরুর আগে ''ওঁ তৎ সৎ'' উচ্চারণ করে শুরু করা উচিত। কৃষ্ণ" নাম স্মরণ করে ও এই কাজগুলো করতে পারেন। 

 
একজন হিন্দুর দৈনিক ধর্মীয় কার্যাবলীঃ

প্রতিদিন ধর্মীয় বিধান বা নিয়ম মেনে কিছু কর্ম করতে হয় এ সব কর্মকেই নিত্যকর্ম বলা হয়।
নিত্যকর্ম ছয় প্রকার হয়ে থাকে। যথা-

১। প্রাতঃকৃত্য,
২। মধ্যাহ্নকৃত্য,
৩। পূর্বাহ্ণকৃত্য,
৪। অপরাহ্ণকৃত্য,
৫। সায়াহ্নকৃত্য এবং
৬। রাত্রিকৃত্য।  

এই ছয়টি কর্মের মধ্যে তিনটি কর্ম অতীব গুরুত্বপূর্ণ তাই সংক্ষেপে নিচে তিনটি নিত্যকর্মের বর্ণনা দেওয়া হলোঃ  

১. প্রাতঃকৃত্য : প্রাতঃকৃত্য নিত্যকর্মের সূর্যোদয়ের কিছু আগে ঘুম থেকে উঠতে হয়। তারপর বিছানায় বসে উত্তর বা পূর্বমুখী হয়ে দেব-দেবী বা ঈশ্বরকে স্মরণ করে মন্ত্রপাঠ করতে হয়।  

২. পূর্বাহ্ণকৃত্য : প্রাতঃকৃত্য শেষ করার পরে এবং মধ্যাহ্ন বা দুপুরের পূর্ব পর্যন্ত সময়ে যেসব কাজ করা হয় তাই হলো পূর্বাহ্ণকৃত্য। এ সময় পূজা ও প্রার্থনা করে দিনের অন্যান্য কাজ-কর্ম করতে হয়।  

৩. মধ্যাহ্নকৃত্য : দুপুরের কাজ, খাওয়া ও বিশ্রাম এই কাজ গুলোকেই মধ্যাহ্নকৃত্য বলা হয়।

একজন হিন্দুর দৈনিক ধর্মীয় কার্যাবলী

#tag;একজন হিন্দুর দৈনিক ধর্মীয় কার্যাবলী


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url