কলিযুগ থেকে মুক্তির উপায় ও করণীয়
![]() |
হরে কৃষ্ণ/thehindu9.blogspot.com |
সকলের জন্য শিক্ষনীয় গল্প : এক মালী সাধুর আশ্রমে প্রতিদিন ফুল নিয়ে আসতে দেরী করতো। একদিন সাধু তাকে জিজ্ঞাসা করলেন,কেন প্রতিদিন দেরী হয়? উত্তরে মালী বললো, নদী পার হতে এবং নৌকার জন্য দাড়িয়ে থাকতে হয়, তাই প্রতিদিন আসতে দেরী হয়। সাধু বললেন আজ থেকে তুমি হরি নাম করো, দেখবে নদী হেটে হেটে পার হতে পারবে। তোমার আর নৌকার জন্য অপেক্ষা করতে হবেনা।
তিনি বললেন এ ভবসাগর হবে বালুচর, হাটিয়া হইবে পার, হরি নাম করো সার।পরদিন থেকে সত্যি সত্যি মালী হরি নাম করতে করতে হেটে নদী পারি দিয়ে যথাসময়ে আশ্রমে ফুল দিয়ে যেতে লাগলো। একদিন সাধু মালীকে বললেন এখন আশ্রমে ফুল দিতে তোমার দেরী হয়না কেনো? উত্তরে মালী বললেন গুরুদেব আপনি যে হরি নামের মন্ত্র আমাকে দিয়েছেন তা জপ করতে করতে অনায়াসে আমি নদী পারি দিয়ে আসতে পারি। নৌকার জন্য আর বসে থাকতে হয়না। সাধু অহংকারবশত মনে মনে ভাবলেন মালী মাত্র কয়েকদিন হরি নাম জপ করে যদি নদী পার হতে পারে তাহলে আমি বহুবছর ধরে হরি নাম করছি। আমি তার চেয়ে শুদ্ধ ভক্ত এবং অনেক শক্তিশালী, আমিতো অনায়াসেই নদী পার হয়ে যাবো। তাই পরীক্ষা করার জন্য মালীর সাথে নদী পার হতে গেলেন। মালী হরি নাম জপতে জপতে ওপারে চলে গেলো। পিছন থেকে গুরুদেব যেতে লাগলেন। গুরুদেব একটু একটু করে পানিতে নামছেন আর পা ডুবে যাচ্ছে আর তিনি একটু একটু করে ধুতি উপরে তুলছেন।
তখন মালী বললেন, গুরুদেব আপনি হরিনাম করবেন আবার কাপড়ও তুলবেন তাহলে কেমনে নদী পার হবেন? তেমনি আমরাও যদি সাধুবাবার মতো হরিনামের প্রতি বিশ্বাস না করে শুধু জাগতিক বিষয়ে চিন্তা করি তাহলে অন্তিম লক্ষ্য ভবসাগর কেমনে পার হবো। জড়বিদ্যা,জ্ঞান, ধন, যশ,রুপ, কুল ও অহংকার হরিনামের পথে বাধা।
🌷কৃষ্ণকৃপা বিনে নহে দুঃখের মোচন,
থাকিলে বা বিদ্যাকুলে কোটি কোটি ধন।
বহুজন্মে করো যদি শ্রবন কীর্তন,
তথাপি না পায় কৃষ্ণপদে প্রেমধন।।🌷
আসুন আমরা জাগতিক বিষয় চিন্তা বাদ দিয়ে কৃতিম হরিনাম ভক্তিসহকারে জপ করি।
"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।"
🌺নিবেদিতা -সীমা সরকার🌺
![]() |
hd krisna/thehindu9.blogspot.com |
🌷কৃষ্ণকৃপা বিনে নহে দুঃখের মোচন,
থাকিলে বা বিদ্যাকুলে কোটি কোটি ধন।
বহুজন্মে করো যদি শ্রবন কীর্তন,
তথাপি না পায় কৃষ্ণপদে প্রেমধন।।🌷
আসুন আমরা জাগতিক বিষয় চিন্তা বাদ দিয়ে কৃতিম হরিনাম ভক্তিসহকারে জপ করি।
"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।"
🌺নিবেদিতা -সীমা সরকার🌺
সুন্দর লাগছে