শাস্ত্রে বিদ্যা কত প্রকার ও কি কি ?

অজ্ঞানীরা দেহেতেই আত্নবুদ্ধি মনে করেন । পুথি পাঠের মাধ্যমে সাধারণ জ্ঞান অর্জন করে তাকেই আমরা বিদ্যান বলি । প্রকৃত‌অর্থে বিদ্যা কি,  বিদ্যা প্রকৃত অর্থে বিশেষ জ্ঞান অর্জনের বিশেষ মাধ্যম । বিদ্যালাভের মধ্যদিয়ে মানুষ যদি অভেদ জ্ঞান অর্জন করতে সে বিদ্যা মুলত অবিদ্যা। বিদ্যা হলো যার মাধ্যমে অভেদ জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। সমগ্র বিশ্ব ও সৃষ্টি এক স্রষ্টার । সমগ্র সৃষ্টি‌ এক ব্রম্ম  আমি তুমি সে আমরা কেউই আলাদা নই এ ভাবে সমগ্র বিশ্ব ও‌সমগ্র সৃষ্টিকে একাত্ব করতে পারি  তবেই অর্জন হবে আমার প্রকৃত বিদ্যা। প্রকৃত বিদ্যান ব্যক্তির সুখ দুঃখ দ্বন্দ্ববিবাদ মৃত্যু মোহ প্রেম ভালবাসার উর্ধ্বে অমৃত ওআনন্দময় দিব্য জীবন লাভ করে। 

⭕️বিদ্যা দুই প্রকার - "পরা" বিদ্যা ও "অপরা" বিদ্যা ।

মুণ্ডকোপনিষদে চার বেদ ও ছয় বেদাঙ্গকে অপরা বিদ্যা , এবং উপনিষদগুলিকে পরা বিদ্যা বলা হয় । পরা বিদ্যা হল আধ্যাত্মিক বিদ্যা , আর "অপরা" বিদ্যা হল পদার্থ বিদ্যার জ্ঞান ।

বিদ্যা কত প্রকার ও কি কি ?
বিদ্যা কত প্রকার ও কি কি ?

⭕️ আধ্যাত্মিকতা কী ?

যা আমরা দেখতে পাই বা না পাই যথা-জীবনের প্রত্যেকটি জিনিষ, তার স্বরুপ যেমন ভাবেই প্রকাশ পায় না কেন , তার অন্তর্নিহ্ত একটি শক্তি আছে , যাকে আমরা বলি আত্মা । এর অধ্যয়নই "আধ্যাত্ম" ।অধ্যয়ন কিন্তু পড়া নয় , বিষয়ের গভীরে গিয়ে , তাকে অনুভব করার চেষ্টা । বিষয়টিকে অনেকেই ধর্মের সাথে গুলিয়ে ফেলেন । অধ্যাত্মের কোনো ধর্ম হয়না ।

আধ্যাত্ম আপনাকে পরিবর্তিত করে অনুগত করে , আবার স্বাধীন করে । আপনি আপনার পারিপার্শ্বিক থেকে নিজেকে মুক্ত করতে পারেন , কিন্তু আপনার আনন্দ , অনুভুতি সবই খুব স্বাধীন ও মুক্তপ্রান হয়ে অনুভুত হয় ।

 যেহেতু পুঁথিগতবিদ্যা মনুষ্যত্ব অর্জনে যথেষ্ট নয় তাই এই পুঁথি গত বিদ্যার বন্ধন থেকে বের হয়ে এসে বিশেষ জ্ঞান অর্জনের দিকে ধাবিত হই 

নমস্কার । এ জগতে সকলেরই শুভ কামনায় ।

#tag;বিদ্যা কথার প্রকৃত অর্থ কি,বিদ্যা ও অবিদ্যার পার্থক্য কি,বিদ্যা শব্দের প্রকৃত অর্থ কি,অবিদ্যা কি,বিদ্যা কথার আসল অর্থ কি,বিদ্য আসলে কি,বিদ্যা শব্দের আসল অর্থ কি


                            🙏 ওঁ পরমাত্মনঃ নমঃ 🙏

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
"/>
"/>
"/>
"/>