মঙ্গল আরতির গুরুত্ব
![]() |
মঙ্গল আরতি/thehindu.blogspot.com |
শ্রী কৃষ্ণমন্দিরে মঙ্গল আরতিতে যাওয়ার জন্য এক ধার্মিক ব্যাক্তি ব্রাহ্ম মুহুর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক করে ও জপমালায় হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে দ্রুত যাচ্ছে। মাঝ পথে সে পা পিছলিয়ে পড়ে গেল।
তার কাপড় নষ্ট হয়ে গেল। সে বাসায় ফিরে এসে কাপড় বদলিয়ে আবার স্নান ও তিলক করে মন্দিরের দিকে রওয়ানা দিল। মাঝ পথে আবার সে পা পিছলে পড়ে গেল। তার কাপড় ময়লা হয়ে গেল। সে আবার বাসায় গেল, স্নান ও তিলক করে মন্দিরের দিকে রওয়ানা দিল।তিনবারের পর মাঝ পথে আসতে প্রদীপ হাতে এক লোকের সাক্ষাত পেল। লোকটিকে সে জিজ্ঞাস করল, আপনি কে? সে উত্তরে বলল, আমি আপনাকে দুবার পড়ে যেতে দেখলাম তাই ভাবলাম মন্দিরে যাওয়ার জন্য আমি আপনার প্রদীপের ব্যবস্থা করে দেই। লোকটি প্রদীপ হাতে তাকে মন্দির পর্যন্ত এগিয়ে দিল।
তাকে ধার্মিক ব্যাক্তিটি বললেন, চলুন মন্দিরে মঙ্গল আরতিতে যোগ দেই।
কিন্তু প্রদীপ হাতে মন্দিরের সামনে লোকটি ঠায় দাড়িয়ে থাকল।
লোকটিকে মন্দিরে আসার জন্য বারংবার বলার পর এবং অনেক পীড়াপীড়ি করার পরও লোকটি তার কথা শুনছে না।
তখন ধার্মিক ব্যাক্তিটি তাকে জিজ্ঞাসা করল, আপনি মন্দিরে আসা পছন্দ করেন না, বলুন তো আপনি কে?
লোকটি উত্তরে বলল, আমি কলির মুর্ত দুত !
তখন ধার্মিক ব্যাক্তিটি কলির চরকে বলল, তাহলে আপনি কেন প্রদীপ হাতে আমাকে মন্দিরে আসতে সাহায্য করলেন।
তখন কলি তার রুপ ধারন করে, হাত জোড় করে বললেন, হে পুন্যবান সাধু! তবে শুনুন, আমিই আপনাকে ১ম বার পা পিছলিয়ে ফেলে দিয়েছিলাম যাতে মন্দিরে না গিয়ে আপনি বাড়ী ফিরে যান। কিন্তু আপনি যখন পা পিছলে পড়ে যাওয়ার পরও বাড়ীতে গিয়ে ফিরে আসলেন তখন ভগবান আপনার সমস্ত পাপ ক্ষমা করে দিলেন।
হে দয়াবান সাধু! দ্বিতীয়বার যখন আপনি পড়ে যাওয়ার পর বাড়ীতে গিয়ে কাপড় বদলিয়ে আবার মন্দিরের দিকে রওয়ানা দিলেন, তখন ভগবান আপনার পরিবারের সবার পাপ ক্ষমা করে দিলেন।
![]() |
আরতি/thehindu. blogspo. com |
# তাই কলিযুগের মানুষ যদি সকলেই হরিনামের পাশাপাশি মঙ্গল আরতিতেও যোগ দেয় তবে পুর্ন্যের দেখা মিলবেই।
Nice