অশুদ্ধ অবস্থায় হরিনাম/মন্ত্র জপ করা যায় কিনা ?

অশুদ্ধ /অশুচ ইত্যাদি অবস্থায় হরিনাম জপ করা যায় কি না?
অথবা অশুদ্ধ অবস্থায় হরিনাম জপ ক্ষতি হবে নাকি লাভ হবে। আজ এসকল উত্তর পাবো  ধর্মীয় মতঅনুসারে চলুন জেনে নেই সঠিক তথ্য গুলো।এই কলিযুগে কলিবদ্ধ মানুষ কায়মনোবাক্যে কোন না কোনও ক্ষেত্রে অশুদ্ধই থাকে। কিন্তু কলিতে যুগধর্ম হরিনাম জপ কীর্তনে যুক্ত হতেই নির্দেশ দেয়া হয়েছে।

 

শ্রীস্কন্দ পুরাণে বলা হয়েছে--


' ন দেশকালাবস্থাসু শুদ্ধ্যাদিকমপেক্ষতে ।

কিন্তু স্বতন্ত্রমেবৈতন্ মান কামমিতকামদম ।। '


" শ্রীহরির নাম কীর্তনে দেশ কাল অবস্থা বিষয়ে কোনও শুদ্ধতার অপেক্ষার প্রয়োজন নেই। হরিনাম সম্পূর্ণ স্বতন্ত্র এবং সর্ব অভীষ্ট প্রদ। "


"হরিনামবিহীন" অবস্থাটাই সবচেয়ে অশুদ্ধ অবস্থা বলে গন্য করা হয় এটাই চিরন্তন সত্য।

অশুদ্ধ অবস্থায় মন্ত্র জপ করা যায় কিনা ?
অশুদ্ধ অবস্থায় হরিনাম জপ করা যাবে কি?


তবে হরিনাম ও দেব দেবীর নাম বছাড়া মন্ত্র জপের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে। 

অপবিত্র শরীরে ও অশুদ্ধ অবস্থায় এবং গণনা ছাড়া কোন মন্ত্র জপ করা যায় কি?

আপনি অপবিত্র শরীরে ও অশুদ্ধ অবস্থায় এবং গণনা ছাড়া কোন মন্ত্র জপ করতে পারবেন না, গণনা ছাড়া জপ করাকে মন্ত্রশাস্ত্রে রাক্ষসী জপ হিসাবে স্পষ্টভাবে বলা হয়েছে, এই জাতীয় মন্ত্রগুলি জপের আগে আপনি স্নান করুন এবং তাজা কাপড় পরিধান করুন, অন্যথায় আপনি যা যা করবেন তা বৃথা যাবে। জীবন আপনার কাছে গুরুত্বপূর্ণ এমনকি ভগবানের জন্য তাঁর মন্ত্র তাঁর জন্য গুরুত্বপূর্ণ, শুধুমাত্র গণনা ছাড়া নাম স্মরণ  ও জপ করা যেতে পারে। যেমন হরে রাম হরে কৃষ্ণ মন্ত্রটি গণনা ছাড়াই যে কোনও জায়গায় জপ করা যেতে পারে এবং এমনকি আপনি অশুদ্ধ হলেও, তবে এই নিয়মটি প্রযোজ্য নয় সমস্ত মন্ত্রের জন্য।

অশুদ্ধ অবস্থার মধ্যেও আপনি ঈশ্বরবাদী বিভিন্ন দেবদেবীর নাম উচ্চারণ করতে পারবেন তা হল শিব, বিষ্ণু, কৃষ্ণ, রাম ইত্যাদি দেবতার নাম।এছাড়া  অন্যান্য মন্ত্রগুলি জপ করার জন্য একটি নির্দিষ্ট শৃঙ্খলা প্রয়োজন বা শুদ্ধতা প্রয়োজন রয়েছে। 


আবার অন্যদিকে আপনি যদি কোন গুরু থেকে বীজ মন্ত্র পেয়ে থাকেন। যেমন- গুরু - সদগুরু তাহলে আপনি এটি সর্বদা জপ করতে পারেন। এর থেকে উদ্ভূত যে কোনো পাপ গুরু/সদগুরু শোষণ করে নেন। তারপরেও, আপনাকে অবশ্যই আপনার গুরু/সদগুরুকে জিজ্ঞাসা করতে হবে যে কোনো অশুচি অবস্থায়  জপ করার আগে।

Next Post Previous Post
1 Comments
  • নামহীন
    নামহীন ৩০ মার্চ, ২০২২ এ ১১:৩৯ PM

    Hare Krishna

Add Comment
comment url
"/>
"/>
"/>
"/>