গুরু মন্ত্র জপ করার নিয়ম

গুরু মন্ত্র জপ

সাধারণ অর্থে অন্ধকার ভেদ করে আসা আলোর একটি উৎসস্থল স্থান হলে গুরু। বংশ পরমপরাক্রম মতেই অভিষ্ট গুরুর কাছ থেকে এই গুরু মন্ত্র নিতে হয়।কারন যাকে নিয়ে তোমার পূর্বসুরিরা আজও গর্বিত যে গুরু  নিয়ে সেই গুরু অর্থাৎ গুরু হচ্ছে তোমার আমার সেই গোত্র গুরু ।

দীক্ষা মন্ত্র : এটি হচ্ছে দক্ষতা বিষয়। অভিস্ট লক্ষে পৌছাতে হলে একটা আদেশ/তার মানচিত্র /করনীয় বিষয় যা সেই একমাত্র দিতে পারে অন্য কেউ নয় তার উপায়ই হচ্ছে দীক্ষা।
শিক্ষা মন্ত্র : এটি সাধনার বিশেষ পর্ব। ধর্মজ্ঞান বিষয়ে চর্চা করার পর নিত্যানন্দ মহাপ্রভুর চরণামৃত পান পূর্বক ঈশ্বর দর্শন ও মুক্তি লাভের উপায় মন্ত্র বা গুরুর আদেশ।
গুরু মন্ত্রঃ যে পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমে পাপ কাজ থেকে বিরত থেকে,সৎ কাজের মাধ্যমে ভগবানের জ্ঞান কিংবা দিব্যজ্ঞান লাভ করার জন্য ভগবানের যে নাম বা মন্ত্র জপ করা হয় তাকে দীক্ষা মন্ত্র বলে।
সাধারণত দীক্ষা মন্ত্র,গুরু মন্ত্র,বীজ মন্ত্র,মহামন্ত্র, হচ্ছে-
হরেকৃষ্ণ- হরেকৃষ্ণ কৃষ্ণ কষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরেসাধারণ অর্থে অন্ধকার ভেদ করে আসা আলোর একটি উৎসস্থল স্থান হলে গুরু। বংশ পরমপরাক্রম মতেই অভিষ্ট গুরুর কাছ থেকে এই গুরু মন্ত্র নিতে হয়।কারন যাকে নিয়ে তোমার পূর্বসুরিরা আজও গর্বিত যে গুরু  নিয়ে সেই গুরু অর্থাৎ গুরু হচ্ছে তোমার আমার সেই গোত্র গুরু ।

গুরু মন্ত্র জপ করার নিয়ম
গুরু মন্ত্র জপ করার নিয়ম

দীক্ষা মন্ত্র : এটি হচ্ছে দক্ষতা বিষয়। অভিস্ট লক্ষে পৌছাতে হলে একটা আদেশ/তার মানচিত্র /করনীয় বিষয় যা সেই একমাত্র দিতে পারে অন্য কেউ নয় তার উপায়ই হচ্ছে দীক্ষা।
শিক্ষা মন্ত্র : এটি সাধনার বিশেষ পর্ব। ধর্মজ্ঞান বিষয়ে চর্চা করার পর নিত্যানন্দ মহাপ্রভুর চরণামৃত পান পূর্বক ঈশ্বর দর্শন ও মুক্তি লাভের উপায় মন্ত্র বা গুরুর আদেশ।
গুরু মন্ত্রঃ যে পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমে পাপ কাজ থেকে বিরত থেকে,সৎ কাজের মাধ্যমে ভগবানের জ্ঞান কিংবা দিব্যজ্ঞান লাভ করার জন্য ভগবানের যে নাম বা মন্ত্র জপ করা হয় তাকে দীক্ষা মন্ত্র বলে।
সাধারণত দীক্ষা মন্ত্র,গুরু মন্ত্র,বীজ মন্ত্র,মহামন্ত্র, হচ্ছে-
"হরেকৃষ্ণ ................................................... হরেহরে"
যদি অন্য কোন দেবতার নাম জপ করতে
চাও তহল প্রথমে ওঁ বা ‘ওম’ উচ্চারণ করে
সেই দেবতার নাম নিবে, যেমন- ওঁ  জয় মা কালী,ওঁ জয় মা দূর্গা,ওঁ জয় মা লক্ষী,
ওঁ জয় বাবা লোকনাথ,  ওঁ জয় শিব,ওঁ জয় ব্রম্ম,ওঁ জয় বিষ্ণু ,যে কারও নাম জপ করতে পারবে ।
মন্ত্রদীক্ষা এমন একটা বিষয় যা আমাদের সব সময়‌ই মস্তিকের মধ্যে ঘোরাফেরা করে থাকে।পরমপ্রাপ্তি,যোগ, সাধনা এগুলো আসলে কি? আবার এগুলোর কি আমাদের মানব জীবনের উপর কোনপ্রভাব ফেলে থাকে না আরো কিছু গুহ্য রহস্য এর মধ্যে লুকিয়ে রয়েছে।

কতটা করবে আর কি ভাবে জপ করবেএবং কি
কি বিধি কেমনভাবে পালন করবে গুরুমন্ত্র।

সংস্কৃতে মন্ত্র শব্দের অর্থ হল "মননাৎত্রায়তে ইতি মন্ত্র"। মানে যা মনন করে মানুষের জন্ম-মৃত্যূর পরম্পরা,সংসার,মায়া বা অবিদ্যা থেকে নিজেকে মুক্ত করে  নিজের যোগসুত্র স্থাপন করা সেই পরমাত্মার সঙ্গে।
গুরু মন্ত্র জবের নিয়ম
ত্রিসন্ধ্যা বা নিত্য কর্ম করার নিয়ম: 

ম কর্ম: সূর্যোদয়ের কমপক্ষে আধঘণ্টা আগে ঘুম থেকে উঠতে হবে। (একে বলে ব্রাহ্ম মূহুর্তে উঠা) ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে যাদের দীক্ষা হয়েছে তারা গুরু স্মরণ করে গুরু প্রদত্ত মন্ত্র এবং যাদের দীক্ষা বা (মন্ত্র) হয়নি তারা ঈশ্বরের যে কোন নাম জপ করবেন কমপক্ষে ১০৮ বার। করে যতবার বেশি করা যায় জপ করবেন ও ঈশ্বরের স্মরণ ও মনন করবেন। এটা হল ১ম সন্ধ্যা।
য় কর্ম:এভাবে স্নানের পর দুপুরে বা তার একঘন্টা আগে পরে একইভাবে কমপক্ষে ১০৮ বার করে যতবার পারবেন জপ করবেন। এভাবে ঈশ্বরের নাম করা ও তাঁর স্মরণ করা হল ২য় সন্ধ্যা।

য় কর্ম: সৃর্যাস্তের অর্ধ ঘণ্টা পর থেকে শােবার আগে যে কোন সময়, তবে সন্ধ্যা আরতির সময় করা বেশী উত্তম। একই ভাবে ১০৮ বা অধিক বার তাঁর নাম জপ ও তাঁকে স্মরণ করতে হবে। এটি হল ৩য় সন্ধ্যা।  এভাবে ত্রিসন্ধ্যা করা একাস্ত কর্তব্য (এছাড়াও শোবার সময় উঠার সময় হাই তােলার সময়,হাঁচি, কাশিতে সর্বদা তাঁর নাম করতে হয়)। মনে রাখতে হবে ঈশ্বরকে মহিলা, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, শরীরের যে কোন অবস্থায় যে কোন কালে, যে কোন স্থানে এমনকি বাথরুমেও তাঁর নাম মনে মনে করবেন। কারণঃ
 শ্রীম্তাগবত গীতার ৮/৫ ল্লোকে আছে:  অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম্ য়ঃ প্রয়াতি স মদ্ভাবং য়াতি নাস্ত্যত্র সংশয়ঃ ।  আর্থাৎ মৃত্যুকালে বা দেহত্যাগকালে যে ঈশ্বরকে স্মরণ করে বা তাঁর নাম করে সে আমার ভাব  অর্থাৎ ঈশ্বরকে প্রাপ্ত হয় বা ঈশ্বর লাভ করে।
গায়ত্রী মন্ত্রঃ  ওঁ ভুঃ ভুবঃ স্বঃ তৎ সবিতুর্ বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়াে ইয়েনঃ প্রচোদয়াৎ ওঁ।  গায়ত্রীর অর্থঃ ভুঃ ভুবঃস্বঃ অর্থ- স্বর্গ, মর্ত্য,  অন্তরিক্ষ ব্রহ্মাণ্ড যাঁর থেকে উৎপন্ন হয়েছে সেই।
জ্যোতির্ময় পরমাত্মার ধ্যান করি, আমাদের বুদ্ধি (মতি) পরমাত্মার দিকে পরিচালিত হউক।   সর্বদা জানবেনঃ পূজার চেয়ে নামজপ বা নাম করা বড় তাঁর চেয়ে ঈশ্বরের ধ্যান করা আরাে বড়। তাই জপ, ধ্যান অবশ্যই কর্তব্য। তবে বিশেষ দিনে পূজা করা কর্তব্য। জপ ধ্যান সর্বদা কর্তব্য।  
যদি অন্য কোন দেবতার নাম জপ করতে
চাও তহল প্রথমে ওঁ বা ‘ওম’ উচ্চারণ করে
সেই দেবতার নাম নিবে, যেমন- ওঁ  জয় মা কালী,ওঁ জয় মা দূর্গা,ওঁ জয় মা লক্ষী,
ওঁ জয় বাবা লোকনাথ,  ওঁ জয় শিব,ওঁ জয় ব্রম্ম,ওঁ জয় বিষ্ণু ,যে কারও নাম জপ করতে পারবে ।
মন্ত্রদীক্ষা এমন একটা বিষয় যা আমাদের সব সময়‌ই মস্তিকের মধ্যে ঘোরাফেরা করে থাকে।পরমপ্রাপ্তি,যোগ, সাধনা এগুলো আসলে কি? আবার এগুলোর কি আমাদের মানব জীবনের উপর কোনপ্রভাব ফেলে থাকে না আরো কিছু গুহ্য রহস্য এর মধ্যে লুকিয়ে রয়েছে।

কতটা করবে আর কি ভাবে জপ করবেএবং কি
কি বিধি কেমনভাবে পালন করবে গুরুমন্ত্র।

সংস্কৃতে মন্ত্র শব্দের অর্থ হল "মননাৎত্রায়তে ইতি মন্ত্র"। মানে যা মনন করে মানুষের জন্ম-মৃত্যূর পরম্পরা,সংসার,মায়া বা অবিদ্যা থেকে নিজেকে মুক্ত করে  নিজের যোগসুত্র স্থাপন করা সেই পরমাত্মার সঙ্গে।
গুরু মন্ত্র জবের নিয়ম
ত্রিসন্ধ্যা বা নিত্য কর্ম করার নিয়ম: 

ম কর্ম: সূর্যোদয়ের কমপক্ষে আধঘণ্টা আগে ঘুম থেকে উঠতে হবে। (একে বলে ব্রাহ্ম মূহুর্তে উঠা) ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে যাদের দীক্ষা হয়েছে তারা গুরু স্মরণ করে গুরু প্রদত্ত মন্ত্র এবং যাদের দীক্ষা বা (মন্ত্র) হয়নি তারা ঈশ্বরের যে কোন নাম জপ করবেন কমপক্ষে ১০৮ বার। করে যতবার বেশি করা যায় জপ করবেন ও ঈশ্বরের স্মরণ ও মনন করবেন। এটা হল ১ম সন্ধ্যা।
য় কর্ম:এভাবে স্নানের পর দুপুরে বা তার একঘন্টা আগে পরে একইভাবে কমপক্ষে ১০৮ বার করে যতবার পারবেন জপ করবেন। এভাবে ঈশ্বরের নাম করা ও তাঁর স্মরণ করা হল ২য় সন্ধ্যা।

য় কর্ম: সৃর্যাস্তের অর্ধ ঘণ্টা পর থেকে শােবার আগে যে কোন সময়, তবে সন্ধ্যা আরতির সময় করা বেশী উত্তম। একই ভাবে ১০৮ বা অধিক বার তাঁর নাম জপ ও তাঁকে স্মরণ করতে হবে। এটি হল ৩য় সন্ধ্যা।  এভাবে ত্রিসন্ধ্যা করা একাস্ত কর্তব্য (এছাড়াও শোবার সময় উঠার সময় হাই তােলার সময়,হাঁচি, কাশিতে সর্বদা তাঁর নাম করতে হয়)। মনে রাখতে হবে ঈশ্বরকে মহিলা, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, শরীরের যে কোন অবস্থায় যে কোন কালে, যে কোন স্থানে এমনকি বাথরুমেও তাঁর নাম মনে মনে করবেন। কারণঃ
 শ্রীম্তাগবত গীতার ৮/৫ ল্লোকে আছে:  অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম্ য়ঃ প্রয়াতি স মদ্ভাবং য়াতি নাস্ত্যত্র সংশয়ঃ ।  আর্থাৎ মৃত্যুকালে বা দেহত্যাগকালে যে ঈশ্বরকে স্মরণ করে বা তাঁর নাম করে সে আমার ভাব  অর্থাৎ ঈশ্বরকে প্রাপ্ত হয় বা ঈশ্বর লাভ করে।
গায়ত্রী মন্ত্রঃ  ওঁ ভুঃ ভুবঃ স্বঃ তৎ সবিতুর্ বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়াে ইয়েনঃ প্রচোদয়াৎ ওঁ।  গায়ত্রীর অর্থঃ ভুঃ ভুবঃস্বঃ অর্থ- স্বর্গ, মর্ত্য,  অন্তরিক্ষ ব্রহ্মাণ্ড যাঁর থেকে উৎপন্ন হয়েছে সেই।
জ্যোতির্ময় পরমাত্মার ধ্যান করি, আমাদের বুদ্ধি (মতি) পরমাত্মার দিকে পরিচালিত হউক।   সর্বদা জানবেনঃ পূজার চেয়ে নামজপ বা নাম করা বড় তাঁর চেয়ে ঈশ্বরের ধ্যান করা আরাে বড়। তাই জপ, ধ্যান অবশ্যই কর্তব্য। তবে বিশেষ দিনে পূজা করা কর্তব্য। জপ ধ্যান সর্বদা কর্তব্য।  
#tag;গুরু মন্ত্র জপ করার নিয়ম
গুরু মন্ত্র জপ
গুরুর মন্ত্র
গুরু মন্ত
গুরু মন্ত্র পাঠ
যজ্ঞ মন্ত্র
কর জপ করার নিয়ম
গুরু পূজা মন্ত্র
গুরুর বীজ মন্ত্র
গোপন মন্ত্র
জয় মন্ত্র
দীক্ষা মন্ত্র জপ
গুরু বীজ মন্ত্র
গুরু মন্ত্র ভিডিও
গুরু মন্ত্র কি
গুরু জব্বার
গুরু পূজার মন্ত্র
গুরু বৃহস্পতির মন্ত্র


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
"/>
"/>
"/>
"/>