কৃষ্ণের আসক্তি ও সংসার বৈরাগ্যেই মুক্তি?

জগতের কোন পার্থিব জিনিসের প্রতি আসক্তি মায়াবন্ধনের কারণ ; কিন্তু সেই একই আসক্তি ইষ্টদেবের নিয়োগের ফলে মুক্তির দ্বার উম্নোচিত হয় । আসক্তিকে বিনাশ করা যায় না , একে শুধু পরিবর্তন করতে হয় । জড় বস্তুর প্রতি আসক্তিকে বলে জড় ভাবনা আর শ্রীকৃষ্ণের প্রতি বা তাঁর ভক্তের প্রতি আসক্তিকে বলে কৃষ্ণভাবনামৃত । 

কৃষ্ণ প্রেমে আসক্তি
কৃষ্ণ প্রেমে আসক্তি 


সুতরাং ভাবনা বা চেতনা হচ্ছে আসক্তির একটি স্তর মাত্র । এখানে । স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে , যখন আমরা নিজেদের ভাবনাকে জড় ভাবনা থেকে কৃষ্ণভাবনায় স্থানান্তরিত করে বিশুদ্ধ করি , তখন আমরা মুক্তি লাভ করি । আসক্তিরহিত হবার এই উপদেশ সত্ত্বেও , জীবের পক্ষে কামনা বাসনাহীন বা আসক্তিহীন হওয়া স্বরূপগতভাবে সম্ভব নয় । কোনকিছুর প্রতি আকৃষ্ট হওয়াই জীবের প্রবণতা ।আমরা দেখি , যদি কারও কোন কিছুর প্রতি আসক্তি না থাকে , যদি তার কোন সন্তানাদি না থাকে , তা হলে সে কুকুর - বিড়ালের প্রতি তার আসক্তি নিবদ্ধ করে থাকে । এর থেকে বােঝা যায় যে, আসক্তির প্রবণতাকে রুদ্ধ করা যায় না ; পক্ষান্তরে , সর্বোত্তম কল্যাণে তা ব্যবহৃত হওয়া উচিত । জড় সামগ্রীর প্রতি আমাদের আসক্তিই আমাদের বদ্ধ দশা দীর্ঘায়িত করে রাখে , কিন্তু এই একই আসক্তি যখন পরম পুরুষােত্তম ভগবান বাতার শুদ্ধ ভক্তের উদ্দেশ্যে নিবদ্ধ হয় , তখনই তা এনে দেয়মুক্তির সন্ধান।। হরেকৃষ্ণ ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
"/>
"/>
"/>
"/>