কৃষ্ণের বাঁশির অজানা তথ্য ও শ্রীকৃষ্ণ কি ধরণের বাঁশি বাজাতেন

শ্রীকৃষ্ণের_হাতে_কিভাবে_এলো_বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণ যখন তার বাল্যলীলা করছিলেন। তখন খেলা করতে করতে একদিন নদীর তীরে গিয়েছিলেন, সেখানে দেখলেন একজন বৃদ্ধ বাঁশি বাজাচ্ছেন এবং বাশিঁ বিক্রি করছে। ওই বাঁশির সুর শুনে শ্রীকৃষ্ণ বৃদ্ধ লোকটির কাছে যান এবং বলেন, হে মুনিবর আপনার বাঁশির সুর খুব সুন্দর আপনি কি আমাকে শিখাবেন বাশি বাজানো। তখন বৃদ্ধ লোকটি বললেন তুমি খুব ছোট, তুমি পারবে না বাঁশি বাজাতে।তখন শ্রীকৃষ্ণ কেঁদে দিল এবং বললো আমি পারবো দয়া করে আমাকে শিখিয়ে দিন। বৃদ্ধ ব্যাক্তিটির ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা দেখে খুব দয়া হলো। তারপর সে বৃদ্ধ বললো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে শিখাবো। তখন শ্রীকৃষ্ণ খুবই আনন্দিত হলো। বৃদ্ধ লোকটি শ্রীকৃষ্ণ এর হাতে একটি বাঁশি দিল এবং বললো আমি যেভাবে বাজাবো তুমিও ঠিক সেইভাবে বাঁশি বাজাবে। শ্রীকৃষ্ণ বললো ঠিক আছে। বৃদ্ধ যখনই বাঁশিতে ফু দিল, শ্রীকৃষ্ণও তখনই বাঁশিতে ফু দিল। শ্রীকৃষ্ণ যখন বাঁশি সুর তুললো সেই সুর শুনে সমস্ত দেবদেবী- জীব জগৎ বিমোহিত হয়ে গেল। তখন বৃদ্ধ লোকটি ভাবলো এ কোন সাধারন বালক নয়। শ্রীকৃষ্ণ যখন একাগ্রতার সহিত বাঁশি বাজাচ্ছিল, সেই সময় বৃদ্ধ লোকটি তার চরনে শুয়ে পড়লো। এভাবেই শ্রীকৃষ্ণের কাছে বাঁশি এলো এবং শ্রীকৃষ্ণ বাঁশি বাজানো শুরু করলেন। 

শ্রীকৃষ্ণের বাশি
কৃষ্ণের বাঁশির ছবি


ভগবান শ্রীকৃষ্ণ কি ধরণের বাঁশি বাজাতেন?

ভগবান শ্রীকৃষ্ণ তিন প্রকার বাঁশি ব্যবহার করেন।তার একটির নাম হলো বেণু,দ্বিতীয়টির নাম মুরলী এবং তৃতীয়টির নাম বংশী।বেনু অত্যন্ত ছোট,তাতে ৬ টি ছিদ্র থাকে। মুরলীর দৈর্ঘ্য প্রায় আঠারো ইঞ্চি । যাতে এক প্রান্তে ১ টি, গায়ে ৪ টি ছিদ্র। বংশী প্রায় ১৫ ইঞ্চি, তাতে ৯ টি ছিদ্র থাকে। ভগবান শ্রীকৃষ্ণ প্রয়োজন অনুসারে এই বাঁশি গুলো ব্যবহার করেন। তবে আরেকটি বাঁশি আছে যা আরও বেশী লম্বা, যাকে বলা হয় মহানন্দ ও সম্মোহিনী, আকর্ষণীও বলা হয়। এর চেয়ে যদি লম্বা হয় বাঁশি সেটা আনন্দিনি। এই আনন্দিনি বাঁশি ব্রজ গোপবালক সখাদের অত্যন্ত প্রিয়। এর আর একটি নাম বংশুলী। এই বাঁশি গুলি কখনও মনিরত্ন খচিত থাকে।কখনও তা মর্মর দিয়ে তৈরী হয় এবং কখনো বাঁশ দিয়ে তৈরী হয়। বাঁশি যখন মনি রত্ন দিয়ে তৈরী হয় তখন তাকে বলে সম্মোহনী। আর যখন তা স্বর্ণ দিয়ে তৈরী হয় তাকে বলে আকর্ষনী।৷৷৷

এই ওয়েবসাইটটিতে আরো জানতে পারবেন 
শ্রীকৃষ্ণের বাঁশির সুর,
শ্রীকৃষ্ণের বাঁশি,
ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির সুর,
শ্রীকৃষ্ণের বাঁশির নাম,
শ্রীকৃষ্ণের বাঁশির নাম কি,
শ্রীকৃষ্ণের বাঁশি ভেঙ্গেছিল কিভাবে?,
মহাভারতে শ্রীকৃষ্ণের বাঁশির সুর,
মহাভারতের শ্রীকৃষ্ণের বাঁশির সুর,
শ্রীকৃষ্ণ,
শ্রীকৃষ্ণের বাঁশিতে মকর মাছ থাকে কেন?,
কৃষ্ণের বাঁশির সুর,
কোথায় আছে শ্রীকৃষ্ণের বাঁশি,
শ্রীকৃষ্ণের বাঁশি তে কি থাকে,
শ্রীকৃষ্ণের বাঁশির গল্প,
শ্রীকৃষ্ণের বাঁশির রহস্য,
ভগবান শ্রীকৃষ্ণ,
শ্রীকৃষ্ণের বাঁশির মিউজিক
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
"/>
"/>
"/>
"/>